ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইইউ নেতাদের প্রতি ওবামা

ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করুন

প্রকাশিত: ০৪:০১, ২০ নভেম্বর ২০১৬

ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করুন

প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার ভবিষ্যত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি ইস্যুতে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার জন্য জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি ও স্পেনের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর ওয়াল স্ট্রিট জার্নাল অনলাইনের। নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর আন্তর্জাতিক দৃশ্যপটে যুক্তরাষ্ট্রের ভবিষ্যত ভূমিকা নিয়ে উদ্বিগ্ন সহযোগীদের আশ্বস্ত করার জন্য ওবামা তার বিশ্ব সফরের এক পর্যায়ে জার্মানিতে বক্তব্য রাখছিলেন। ইউরোপীয় নেতাদের সঙ্গে বিদায়ী প্রেসিডেন্ট ওবামার এটাই হচ্ছে সর্বশেষ বৈঠক। হোয়াইট হাউস বলেছে, প্রেসিডেন্ট ওবামা আস্থা প্রকাশ করেছেন যে, এমনকি এ ব্যাপক পরিবর্তনের মুহূর্তেও ইতিহাসে যে কোন ব্যবস্থার চেয়ে গণতান্ত্রিক মূল্যবোধ মানুষের মুক্তি ও অগ্রগতিতে অনেক কিছু করেছে এবং এ মূল্যবোধ অগ্রগতিকে অব্যাহত রাখবে। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, নেতৃবৃন্দ ইউক্রেন, অভিবাসী সঙ্কট, সিরীয় গৃহযুদ্ধের ব্যাপারে যৌথ অবস্থান এবং ন্যাটোর মতো বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর ওপর এবং সন্ত্রাসবিরোধী লড়াইয়ে একত্রে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা আলেপ্পো শহরের বিরুদ্ধে আক্রমণ বন্ধ করার জন্য সিরীয় প্রশাসন রাশিয়া ও ইরানের প্রতি আহ্বান জানান। জার্মানির চ্যান্সেলর এ্যাঞ্জেলা মেরকেল বৈঠকে বক্তব্য রাখার পর বলেছেন, সিরিয়ায় রুশ আচরণের জন্য দেশটির বিরুদ্ধে নির্দিষ্ট নিষেধাজ্ঞা অরোপের বিষয়ে নেতৃবৃন্দ কোন কথা বলেননি। তবে, ইউরোপীয় নেতারা সতর্কবাণী উচ্চারণ করেছেন যে, রাশিয়া সিরিয়ায় বোমাবর্ষণ জোরদার অব্যাহত রাখলে মস্কোর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। মেরকেল ও হোয়াইট হাউস বলেছে, নেতারা একমত হয়েছেন যে, ইউক্রেন নিয়ে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোন শর্ত এখনও মানা হয়নি। মেরকেল ইউক্রেনের বিষয়ে অস্ত্র বিরতি চুক্তির উল্লেখ করে বলেন, আমরা মিনস্কে অগ্রগতি সাধন করতে চেয়েছি, কিন্তু এ পর্যন্ত এ ধরনের অগ্রগতি দেখা যায়নি এবং তা দুঃখজনক। পর্যবেক্ষকরা বলেছেন, ইউরোপীয় নেতারা ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের সম্ভাব্য প্রভাব নিরূপণের জন্য চেষ্টা চালাচ্ছেন। ট্রাম্প তার নির্বাচনী অভিযানে রাশিয়া ও সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সম্ভাব্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার কথা বলেছেন। কিন্তু মস্কো ও সিরীয় সংঘর্ষে রাশিয়ার অবস্থান নিয়ে ইউরোপের বর্তমান মনোভাবের সঙ্গে ট্রাম্পের ধারণা সাংঘর্ষিক হয়ে উঠতে পারে। ইউরোপীয় নেতারা এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন যে, ন্যাটোর প্রতি অব্যাহত মার্কিন সহযোগিতার বিনিময়ে ট্রাম্প ইউরোপের কাছ থেকে আরও বেশি সামরিক ব্যয় দাবি করবেন। ৬ নেতার বৈঠকের পর মেরকেল স্পেনীয় প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় ও তার ব্রিটিশ প্রতিপক্ষ টেরেসা মে’র সঙ্গে পৃথকভাবে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, তিনি ইইউ ত্যাগের জন্য যে প্রস্তুতি নিয়েছেন তা জার্মান চ্যান্সেলরকে অবহিত করেন।
×