ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্লুটো গ্রহে একাধিক ভূগর্ভস্থ মহাসাগর!

প্রকাশিত: ১৯:৫৫, ১৯ নভেম্বর ২০১৬

প্লুটো গ্রহে একাধিক ভূগর্ভস্থ মহাসাগর!

অনলাইন ডেস্ক ॥ বরফের আস্তরণে ঢাকা প্লুটো গ্রহে রয়েছে একাধিক ভূগর্ভস্থ মহাসাগর। যার মধ্যে বেশ কয়েকটি হয়তো প্রাণী জগতের বাসোপযোগী হলেও হতে পারে। ক্যালিফর্নিয়ার ফ্রান্সিস নিম্মো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, ‘ডোয়ার্ফ প্ল্যানেট’ প্লুটোর সাগররাজ্যের বিস্তৃতি ১৫০ থেকে ২০০ কিলোমিটার পর্যন্ত। গ্রহের তুষার আস্তরণের প্রায় ১০০ কিলোমিটার গভীরে রয়েছে এই বিপুল পরিমাণ জলরাশি। পৃথিবীতে যে পরিমাণ পানি রয়েছে, বলা হচ্ছে সেই একই পরিমাণ পানিই রয়েছে প্লুটোর ‘আন্ডারগ্রাউন্ড’ সমুদ্রে। ম্যাসাচুসেটসের এক বিজ্ঞানীর মতে, এতো বরফের মাঝে প্রাণ সঞ্চার হওয়া খুব মুশকিল। অন্য দিকে, নিম্মো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের মত একেবারেই আলাদা। পৃথিবীর তুলনায়, সূর্য থেকে প্লুটোর দূরত্ব প্রায় ৪০ গুণ। কিন্তু গ্রহে যে ‘রেডিওঅ্যাক্টিভ হিট’ সংগৃহীত রয়েছে, তা বোঝা যায় তার বিপুল জলরাশি থেকেই। যা গ্রহের গঠনের ৪.৬ বিলিয়ন বছর পরেও সেখানকার ভূগর্ভস্থ জলকে ‘লিকুইড’ অবস্থায় রেখেছে। সূত্র: এবেলা
×