ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টানা পাঁচ হার মাশরাফির কুমিল্লার

প্রকাশিত: ০৮:৪৩, ১৯ নভেম্বর ২০১৬

টানা পাঁচ হার মাশরাফির কুমিল্লার

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ক্রিকেটে টানা পঞ্চম হারের স্বাদ পেয়েছে মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুক্রবার রাতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হারল কুমিল্লা। পাঁচ ম্যাচে রংপুরের এটি চতুর্থ জয়। ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় অবস্থান দুইয়ে। টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান রংপুরের অধিনায়ক নাঈম ইসলাম। দলীয় ২১ রানের মধ্যেই ২ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে মাশরাফির দল। তৃতীয় উইকেটে দুই বিদেশী আহমেদ শেহজাদ ও মারলন স্যামুয়েলস বড় জুটি গড়লেও রানের গতি বাড়াতে পারেননি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১২২ রানের মামুলি সংগ্রহ গড়ে কুমিল্লা। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন শেহজাদ ও স্যামুয়েলস দুজনই। রংপুরের পেসার রুবেল হোসেন ২৭ রানে ২ উইকেট লাভ করেন। কুমিল্লার ভরসার প্রতীক ইমরুল কায়েস আরও একবার হতাশ করেন দলকে। জাতীয় দলের ওপেনার সতর্কতার সঙ্গে শুরু করেও এলবিডব্লিউ হন সোহাগ গাজীর বলে। একাদশে ফিরলেও ফর্মে ফেরা হয়নি লিটন দাসের। রান আউট হয়ে গেছেন ১২ বলে ৪ রান করে। পাওয়ার প্লের ৬ ওভার শেষে কুমিল্লার রান ছিল ২ উইকেটে ২১। এবারের বিপিএলে পাওয়ার প্লেতে সবচেয়ে কম রান এটাই। এর পর শেহজাদের সঙ্গে জুটি বাঁধেন স্যামুয়েলস। দুজন জুটি গড়েন ঠিকই, কিন্তু টি২০’র দাবি মেটাতে ব্যর্থ হন। এক পর্যায়ে ৩০ বলে ২৮ রান ছিল শেহজাদের। জিয়াউর রহমানকে পেয়ে টানা দুটি চারে গতি বাড়ান কিছুটা। ১৫তম ওভারে রুবেল হোসেনের বল ছক্কা মেরে হাফসেঞ্চুরি করেন ৪১ বলে। রান বাড়ানোর তাড়াতেই আনোয়ার আলিকে আকাশে তুলে ধরা পড়েন আফ্রিদির হাতে। দু’জনের জুটিতে ৬৪ রান এলেও খেলতে হয়েছে ৬২ বল। স্যামুয়েলস তার ইনিংসে প্রথম বাউন্ডারির দেখা পান ২৭ নম্বর বলে। শেষদিকে রুবেল ও আনোয়ারকে দুটি ছক্কায় গতি খানিকটা বাড়ান ক্যারিবীয় তারকা। ইনিংনের শেষ ওভারে আউট হন ৪৬ বলে ৫২ রান করে। ১২৩ রানের সহজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার মোহাম্মদ শাহজাদ ও সৌম্য সরকার উদ্বোধনী জুটিতে ২৯ রান করে রংপুরের জয়ের ভিত গড়ে দেন। সৌম্য ২২ রান করে আউট হলেও মোহাম্মদ মিথুনকে সঙ্গে নিয়ে শাহজাদ সহজেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। শাহজাদের হার না-মানা ৫১ ও মিথুনের অপরাজিত ৪৫ রানে ভর করে ১৭ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে (১২৬ রান) রংপুর রাইডার্স। কুমিল্লার একমাত্র উইকেট পান অধিনায়ক মাশরাফি।
×