ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রেজা নওফল হায়দার

মামলার বেড়াজালে এটিএ্যান্ডটি

প্রকাশিত: ০৭:৪২, ১৯ নভেম্বর ২০১৬

মামলার বেড়াজালে এটিএ্যান্ডটি

সম্প্রতি মার্কিন বিচার বিভাগের এক মামলায় এটিএ্যান্ডটি এবং ডাইরেক টিভির বিরুদ্ধে এই মর্মে অভিযোগ আনা হয়েছে যে, এরা পরস্পরের যোগসাজশে ডজার্স চ্যানেলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেআইনী কৌশলের আশ্রয় নিয়ে লস এঞ্জেলেসের ক্রীড়ামোদীদের তাদের প্রিয় দলটির খেলা টেলিভিশনে দেখতে দেয়নি। অভিযোগে বলা হয় যে, ২০১৪ সালে ডাইরেকটিভি ও এর কর্পোরেট অভিভাবক এটিএ্যান্ডটি কক্স কমিউনিকেশনস্ ও চার্টার কমিউনিকেশনসহ অন্যান্য টিভি প্রোভাইডারের সঙ্গে ঘরোয়াভাবে আলাপ আলোচনা করে ঐকমত্যে পৌঁছে যে তারা ডজার্স চ্যানেলের অনুষ্ঠান সম্প্রচার করবে না। উদ্দেশ্য ছিল টাইম ওয়ার্নার কেবলের ওপর সম্মিলিত সুবিধা লাভ করা। কারণ তারা জানত এর ফলে তাদের গ্রাহকরা ডজার্সের খেলা যে প্রোভাইডার পরিবেশন করছে সেই চ্যানেল তারা দেখতে পারবে না। বিচার বিভাগের পর্যালোচনা করা তথ্য প্রমাণে দেখা যায় যে ডাইরেকটিভির প্রধান কনটেন্ট অফিসার ড্যানিয়েল ইয়র্ক উদ্দেশ্যমূলকভাবে কক্স ও চার্টার কমিউনিকেশনের সঙ্গে ব্যবসায়িক তথ্য আদান-প্রদান করেছিলেন। উদ্দেশ্য ছিল তাদের নেটওয়ার্কগুলোতে চ্যানেল পরিবেশনের জন্য টিভি প্রোভাইডারদের যে অর্থ দিতে হবে তা কমিয়ে আনা। ডাইরেকটিভির নির্বাহীদের মধ্যে অভ্যন্তরীণ যোগাযোগ বার্তা থেকে দেখা যায় যে প্রধান নির্বাহী কর্মকর্তা মাইক হোয়াইট এই চুক্তির তাৎপর্য অনুধাবন করে বলেছিলেন সবাই একত্রিত হলে কোম্পানিগুলো আরও বেশি চাপ প্রয়োগ করতে পারবে উল্লেখ করা যেতে পারে যে আজ অবধি এটিএ্যান্ডটি, ডাইরেকটিভি ও কক্স কমিউনিকেশনস এ ডজার্স চ্যানেল ধরা যাচ্ছে না। ডেপুটি এ্যাটর্নি জেনারেল জোনাথান সালেট বলেন যে টিভি ও চ্যানেল প্রভাইডাবদের পরস্পর যোগসাজশ নয় বরং প্রতিযোগিতাই গ্রাহকদের স্বার্থের সবচেয়ে সহায়ক। সেটা বিশেষভাবে সত্য যখন পেটিভি প্রোভাইভাররা থাকায় গ্রাহকদের বাজারে বেছে নেয়ার মতো সুযোগ অতি সামান্যই থাকে। এদিকে এটিএ্যান্ডটি এক বিবৃতিতে বলেছে যে অন্য কোন বড় টিভি প্রোভাইডার ডজার্ড চ্যানেলের কনটেন্টে প্রচার করতে চায়নি। কারণ টাইম ওয়ার্নার কেবল শুধুমাত্র লস এঞ্জেলেস ডজার্স বেসবলের প্রতি নিবেদিত একটি চ্যানেলের জন্য যে বাড়তি অর্থ দাবি করছিল টিভি প্রোভাইডারদের কেউই তাদের গ্রাহকদেরকে তা পরিশোধে বাধ্য করতে চায়নি। সূত্র ॥ ওয়াশিংটন পোস্ট
×