ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঋষিজ পদক পাচ্ছেন সাত গুণীজন

প্রকাশিত: ০৬:৪৯, ১৯ নভেম্বর ২০১৬

ঋষিজ পদক পাচ্ছেন সাত গুণীজন

স্টাফ রিপোর্টার ॥ ‘ঋষিজ পদক ২০১৬’ পাচ্ছেন দেশের সাতজন গুণী ব্যক্তি। এরা হলেন ফেরদৌসী প্রিয়ভাষিণী (মহান মুক্তিযুদ্ধ), প্রফেসর মোহাম্মদ ফরাসউদ্দিন (অর্থনীতি), রামেন্দু মজুমদার (নাট্য আন্দোলন), প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল (শিক্ষা), আমানুল হক (নৃত্যকলা), আশরাফুল আলম (আবৃত্তি) ও ওস্তাদ শাহাদত হোসেন খান (সঙ্গীত)। ঋষিজ শিল্পীগোষ্ঠীর ৪০ বছর পূর্তি উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হবে। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর জানান, ঋষিজ শিল্পীগোষ্ঠীর ৪০ বছর পূর্তি উৎসবের আয়োজন করা হয়েছে শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে আগামী ২৫ ও ২৬ নবেম্বর। এদিন বিকেল ৪টায় দু’দিনব্যাপী উৎসবের উদ্বোধন করবেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেশের এই সাতজন গুণী ব্যক্তিকে সংগঠনের পক্ষ থেকে এ পুরস্কার দেয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি থাকবেন রেলমন্ত্রী মজিবুল হক। ২৬ নবেম্বর সমাপনী দিন প্রধান অতিথি থাকবেন বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উৎসবের দুই দিনই সভাপতিত্ব করবেন শিল্পী ফকির আলমগীর। এতে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন সংগঠন ও শিল্পীরা সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করবেন।
×