ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বুয়েট নাট্যোৎসবে দিক থিয়েটারের ‘নীল ময়ূরের যৌবন’

প্রকাশিত: ০৬:৪৯, ১৯ নভেম্বর ২০১৬

বুয়েট নাট্যোৎসবে দিক থিয়েটারের  ‘নীল ময়ূরের যৌবন’

শাবি সংবাদদাতা ॥ বুয়েট ড্রামা সোসাইটি আয়োজিত ‘আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্যৎসব-২০১৬’ এ অংশ নিয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন দিক থিয়েটার। চারদিনব্যাপী এ নাট্যোৎসবের তৃতীয় দিন শুক্রবার মঞ্চস্থ হয় দিক থিয়েটারের ১৭তম প্রযোজনা ‘নীল ময়ূরের যৌবন’। এদিন নাটকের চতুর্থ প্রদর্শনী হয়। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের বিখ্যাত উপন্যাস ‘নীল ময়ূরের যৌবন’ উপন্যাস অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন সুনন্দ বাশার। নাটকের নির্দেশনা দিয়েছেন বিজিত চক্রবর্তী পলাশ। পুনঃনির্দেশনা দিয়েছেন মায়া বিশ্বাস। এ প্রসঙ্গে দিক থিয়েটারের সভাপতি তনু দীপ জানান, সমাজ পরিবর্তনের লক্ষ্যে প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে যাচ্ছে দিক থিয়েটার। আমরা নিয়মিত নাট্য প্রদর্শনী ছাড়াও বিভিন্ন নাট্যোৎসবে অংশ নেই। এরই ধারাবাহিকতায় বুয়েট ড্রামা সোসাইটি আয়োজিত নাট্যোৎসবে অংশ নেন দিক থিয়েটার।
×