ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অভিনেতা সালেহ আহমেদ অসুস্থ

প্রকাশিত: ০৬:৪৭, ১৯ নভেম্বর ২০১৬

অভিনেতা সালেহ আহমেদ অসুস্থ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সালেহ আহমেদ রাজধানীর উত্তরখানের নিজ বাসভবনে অসুস্থ অবস্থায় নীরবে-নিভৃতে দিন পার করছেন। প্রায় পাঁচ বছর আগে তিনি ব্রেন স্ট্রোক করেন। পাশাপাশি তার ফুসফুস প্রদাহজনিত সমস্যাসহ বাত সমস্যাও রয়েছে। যে কারণে তিনি স্পষ্টভাবে কথা বলতে পারেন না। এমনকি স্বাভাবিকভাবে হাঁটতেও পারেন না। নাট্যাঙ্গনের অনেকেই জানেন না তিনি কেমন আছেন। অসুস্থ অভিনেতা সালেহ আহমেদের খোঁজে শিল্পী সমাজের কেউ ব্যক্তিগত বা সাংগঠনিকভাবে খোঁজ রাখেননি। এ প্রসঙ্গে তিনি জানান সৌজন্য দেখাটুকুও করতে আসেননি কেউ। এটাই বাস্তবতা। বিশিষ্ট কথাসাহিত্যিক, নাটক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ সালেহ আহমেদের অসুস্থতার কথা শুনে ২০১১ সালের ৩ আগস্ট এক ঝুড়ি ফল পাঠিয়েছিলেন। সঙ্গে একটি চিরকুটে লিখেছিলেন ‘সালেহ ভাই! কী সমস্যা? কাত হয়ে আছেন কেন? তাড়াতাড়ি ভাল হয়ে যান। আপনাকে বাংলাদেশের প্রয়োজন। ইতি, হুমায়ূন আহমেদ।’ বগুড়ার সারিয়াকান্দিতে সালেহ আহমেদের জন্ম। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে চাকরির পাশাপাশি ময়মনসিংহে অমরাবতী নাটমঞ্চের সঙ্গে যুক্ত ছিলেন। স্বাধীনতার আগে বিটিভিতে তিনি নিয়মিত অভিনয় করতেন। ১৯৯১ সালে অবসরে যাওয়ার পর হুমায়ূন আহমেদের নাটকে ও চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ধারাবাহিক ‘অয়োময়’ নাটক এবং ‘আগুনের পরশমণি’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে তার দাপুটে পদচারণা শুরু হয়। এরপর অসংখ্য টিভি নাটক এবং চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। স্বাধীনতা পদকপ্রাপ্ত একজন সালেহ আহমেদ আমাদের দেশের সম্পদ। সম্পদ রক্ষার দায়িত্ব জাতির, জাতির অধিবাসীদের। এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। সালেহ আহমেদের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।
×