ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাঁচতে হলে অন্যগ্রহে পাড়ি জমাতেই হবে

প্রকাশিত: ০৬:৪৩, ১৯ নভেম্বর ২০১৬

বাঁচতে হলে অন্যগ্রহে পাড়ি জমাতেই হবে

মানবজাতির অস্তিত্ব এখন হুমকির মুখে। বাঁচতে হলে মানুষকে অন্য গ্রহে পাড়ি জমাতেই হবে, অন্যথায় আগামী দিনগুলোতে যে ধরনের বিপদ অপেক্ষা করছে তা থেকে আত্মরক্ষার কোন উপায় নেই। মানুষের ভবিষ্যত নিয়ে এমন শঙ্কার কথাই প্রকাশ করেছেন খ্যাতিমান পদার্থবিদ ও ক্যামব্রিজ ইউনিভার্সিটির অধ্যাপক স্টিফেন হকিং। কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তনের কশাঘাত ও পরমাণু যুদ্ধের হুমকি এখন মানুষের জন্য হুমকি বলে হকিং মনে করেন। তিনি বলছেন, অস্তিত্ব টিকিয়ে রাখতে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার মতো আমাদের হাতে আর মাত্র এক হাজার বছর সময় আছে। এ সময়ের মধ্যে অন্য কোন গ্রহে বসতি স্থাপনের মতো বিকল্প কোন ব্যবস্থা করতেই হবে। তিনি মঙ্গলবার অক্সফোর্ড ইউনিভার্সিটি ইউনিয়নে বক্তৃতা করছিলেন। ৭৪ বছর বয়সী হকিং মনে করেন, পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে মানুষ। তিনি বলেন, মহাবিশ্বে বিকল্প স্থান বেছে নিতে না পারলে আমি মনে করি না আমরা আর এক হাজার বছরের বেশি টিকে থাকতে পারব। হকিং বলছেন, মানুষের কৃতকর্মই পৃথিবীর বিপর্যয়কর পরিণতিকে ত্বরান্বিত করতে পারে। যে গতিতে প্রাকৃতিক সম্পদ ব্যবহার হচ্ছে তাতে দ্রুত ফুরিয়ে আসছে ওই সম্পদ। এগুলো আর পূরণ হচ্ছে না। হকিংয়ের এক ঘণ্টাব্যাপী বক্তৃতায় বিশ্ব সৃষ্টি, আইনস্টাইনের তত্ত্ব ও সৃষ্টিকর্তাসহ বিভিন্ন বিষয় স্থান পায়। আশঙ্কার কথা বললেও হকিং এটাও বলেন যে, পদার্থবিজ্ঞান নিয়ে গবেষণার সুবর্ণ সময় এখনও শেষ হয়ে যায়নি। তিনি বলেন, ‘গত ৫০ বছরে আমাদের পরিচিত মহাবিশ্বের চেহারা অনেক পাল্টেছে। এক্ষেত্রে যদি আমি সামান্যতম অবদানও রাখতে পারি তবে আমি আনন্দিত হব।’ প্রশ্নোত্তরপর্বে হকিং বলেন, অস্তিত্ব রক্ষার আশা টিকিয়ে রাখতে হলে আমাদের পৃথিবী ত্যাগের কথা চিন্তা করতে হবে। আগামী এক শ’ বছরে মানুষকে অনেক কঠিন বিপর্যয় মোকাবেলা করতে হবে। তাই অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে সৌরজগতের বাইরের কোন গ্রহে যাওয়ার চিন্তা করতে হবে। তবে ভিন্ন গ্রহে পাড়ি জমানোর আগে প্রযুক্তি মানুষের অস্তিত্বের প্রতি যে হুমকি ছুড়ে দিয়েছে সে বিষয়ে আমাদের ভাবতে হবে। -ওয়াশিংটন পোস্ট
×