ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বান কি মুন পেলেন লিজিয়ন অব অনার

প্রকাশিত: ০৬:৪২, ১৯ নভেম্বর ২০১৬

বান কি মুন পেলেন লিজিয়ন অব অনার

জাতিসংঘের মহাসচিব বান কি মুন বৃহস্পতিবার ফ্রান্সের লিজিয়ন অব অনার পুরস্কারে ভূষিত হয়েছেন। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অবদানের জন্য ফরাসী প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলাঁদ তাকে এ সম্মানে ভূষিত করেন। খবর ওয়েবসাইটের। জীবাশ্ম জ্বালানির পরিবর্তে বিশুদ্ধ জ্বালানি ব্যবহারের উদ্দেশ্যে ২০১৫ সালের প্যারিন্স এগ্রিমেন্ট স্বাক্ষরে ভূমিকা রাখেন দক্ষিণ কোরিয়ার এ কূটনীতিবিদ। প্রায় দু’দশক আলোচনার পর চুক্তিটি স্বাক্ষরিত হয়। ওলাঁদ পুরস্কার অনুষ্ঠানে বান কি মুনের উদ্দেশে বলেন, বিশেষ করে আপনার অবদানের জন্য চুক্তিটি বাস্তবে রূপ পায়। আপনি অনেক বছর ধরে এ প্রসঙ্গটি সব আলোচ্যসূচীতে নিয়ে এসেছেন। নেপোলিয়ন বোনাপার্ট ১৮০২ সালের প্রবর্তন করেন লিজিয়ন অব অনার। এটি ফ্রান্সের শীর্ষতম বেসামরিক পুরস্কারগুলোর মধ্যে অন্যতম। বান কি মুন তার বক্তব্যে বলেন, এ পুরস্কার প্রদান করে আপনি আমাদের মর্যাদাশীল সংস্থাকেই পুরস্কৃত করছে এবং আমি এতে নিজেকে অত্যন্ত সম্মানিত ও গর্বিতবোধ করছি। বান কি মুন ১শ’ ৯৩ সদস্য রাষ্ট্র বিশিষ্ট এ বিশ্ব সংস্থার প্রধান হিসাবে ১০ বছর পর জানুয়ারিতে দায়িত্ব থেকে সরে যাচ্ছেন।
×