ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২০১৫ সালে সারাবিশ্বে নিহত ২৯ হাজার ৩শ’ ৭৬

সবচেয়ে সন্ত্রাসকবলিত পাঁচ দেশের অন্যতম পাকিস্তান

প্রকাশিত: ০৬:৪২, ১৯ নভেম্বর ২০১৬

সবচেয়ে সন্ত্রাসকবলিত পাঁচ দেশের অন্যতম পাকিস্তান

ব্যাপকভাবে সন্ত্রাস আক্রান্ত শীর্ষস্থানীয় ৫ দেশের মধ্যে আফগানিস্তান ও সিরিয়ার সঙ্গে পাকিস্তান অন্তর্ভুক্ত রয়েছে। এক রিপোর্টে বুধবার এ তথ্য ওঠে এসেছে। খবর ইয়াহু নিউজের। রিপোর্টে বলা হয়, অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন এ্যান্ড ডেভেলপমেন্টভুক্ত (ওইসিডি) দেশগুলোতে গত বছর সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা ৬শ’ ৫০ শতাংশ বেড়েছে। ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের ও বোকোহারামের জঙ্গীরা নিজ দেশে একই সময়ে সামরিক দিক থেকে পরাজিত হওয়ায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা উল্লেখযোগ্য হ্রাস পেয়েছে। কিন্তু নিজ দেশে তারা পরাজিত হলেও বিদেশে হামলা চালিয়েছে আরও বেশি। গ্লোবাল টেররিজম ইনডেক্সের (জিটি আই) রিপোর্টটিতে বলা হয়- সমগ্র বিশ্বে ২০১৫ সালে সন্ত্রাসের শিকার হয়ে মারা গেছে ২৯ হাজার ৩শ’ ৭৬ জন। নিহতের সংখ্যা হ্রাস পেয়েছে ১০ শতাংশ এবং চার বছরের মধ্যে এটাই প্রথম হ্রাস। ইরাকে আইএস ও নাইজিরিয়ায় বোকোহারাম জঙ্গীদের বিরুদ্ধে অভিযানের কারণে যেখানে নিহতের সংখ্যা ৩ শতাংশ হ্রাস পেয়েছে। তারপরও রিপোর্টে বলা হয়েছে, দুই সন্ত্রাসী গ্রুপ পার্শ¦বর্তী দেশগুলোতে ও অঞ্চলে তাদের তৎপরতার সম্প্রসারণ ঘটিয়েছে। এ কারণে ওইসিডি সদস্যভুক্ত দেশগুলোতে নিহতের সংখ্যা ও বিপর্যয় বেড়েছে। ওইসিডি দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর মতো বেশির ভাগই হচ্ছে সমৃদ্ধশালী দেশ। রিপোর্টে বলা হয়, সংস্থাভুক্ত ৩৪ দেশের মধ্যে ২১ দেশে অন্তত একবার হামলা হয়েছে। তুরস্ক ও ফ্রান্সে নিহত হয়েছে সবচেয়ে বেশিসংখ্যক মানুষ। ফ্রান্সের প্যারিসে বাতাক্লঁ কনসার্ট হলে, একটি স্টেডিয়ামে গত নবেম্বর আইএস ও আত্মঘাতী বোমা হামলাকারীদের সমন্বিত হামলায় নিহত হয় ১শ’ ৩০ জন। ইনস্টিটিউট ফর ইকোনমিক্স এ্যান্ড পিসের (আইইপি) বিশেষজ্ঞদের তৈরি জিটিআইয়ের এ রিপোর্টে বলা হয়Ñ ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, সুইডেন ও তুরস্কে ২০০০ সালের পর মাত্র এক বছরে সন্ত্রাসে নিহত হয়েছে সবচেয়ে বেশি। রিপোর্টে ইরাক, আফগানিস্তান, নাইজিরিয়া, পাকিস্তান ও সিরিয়াÑ এ পাঁচ দেশ সন্ত্রাসের শিকার হয়েছে সবচেয়ে বেশি। এ দেশগুলোতে নিহতের সংখ্যা ৭২ শতাংশ বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। নিহতের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের অবস্থান ৩৬তম। ফ্রান্সের ২৩তম, রাশিয়া ৩০তম ও যুক্তরাজ্য ৩৪তম। বিশ্ব অর্থনীতিতে সন্ত্রাসের যে প্রভাব পড়েছে তা ৮৯ দশমিক ৬ বিলিয়ন ডলার বলে রিপোর্টে বলা হয়েছে। ইরাকে তার প্রভাব ফেলেছে সবচেয়ে বেশি এবং তা দেশটির জিডিপির ১৭ শতাংশ। রিপোর্টে বলা হয়, ২০১৫ সালে আইএস ছিল সবচেয়ে দুর্ধর্ষ। এ সন্ত্রাসী গ্রুপ ২৫২ শহরে হামলা চালিয়েছে এবং নিহত হয়েছে ৬ হাজার ১শ’ ৪১ জন। এদিক থেকে তারা ছাড়িয়ে গেছে বোকোহারামকে। বোকেহারামের তৎপরতায় পার্শ্ববর্তী দেশ নাইজার, ক্যামেরুন ও শাদে নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১শ’ ৫৭ শতাংশ।
×