ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বদলা নিল শেখ রাসেল

প্রকাশিত: ০৬:৩৪, ১৯ নভেম্বর ২০১৬

বদলা নিল শেখ রাসেল

স্পোর্টস রিপোর্টার ॥ খেলায় পিছিয়ে পড়েও অসাধারণ খেলে দারুণ এক জয় কুড়িয়ে নিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। শুক্রবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত রাতের খেলায় তারা ৩-১ গোলে হারায় ফেনী সকার ক্লাবকে। এই জয়ে পয়েন্ট টেবিলের বাজে অবস্থা থেকে অনেকটাই উন্নতি ঘটিয়েছে ২০১২-১৩ মৌসুমের লীগ চ্যাম্পিয়ন রাসেল। দশম থেকে দুই ধাপ উন্নতি ঘটিয়ে তারা উঠে এসেছে অষ্টম স্থানে। নিজেদের পঞ্চদশ ম্যাচে এটা তাদের চতুর্থ জয়। পয়েন্ট ১৫। পক্ষান্তরে সমান ম্যাচে এটা সকারের নবম হার। ১০ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান বেশ শোচনীয়, ১২ দলের মধ্যে দ্বাদশ। লীগে উভয়দলের প্রথম মোকাবেলায় ফেনী সকার জিতেছিল ২-০ গোলে। শুক্রবার তাদের হারিয়ে বদলাটা কড়ায়-গ-ায় নিয়ে নিল বেঙ্গল ব্লুজরা। ম্যাচে লাল কার্ড পেয়ে মাঠ থেকে বহিষ্কৃত হন ফেনী সকারের সুশান্ত ত্রিপুরা এবং শেখ রাসেলের শাখাওয়াত হোসেন রনি। ৬৩ মিনিটে বদলি ফরোয়ার্ড মোঃ হেলাল গোল করে এগিয়ে দেন ফেনী সকারকে (১-০)। ৬৯ মিনিটে সমতায় ফেরে রাসেল। ফ্রি কিক থেকে পাওয়া বল জটলার মধ্যে দারুণ দক্ষতায় লাফিয়ে ওঠে ব্যাকহেড করে ফেনী সকারের গোলরক্ষক ওসমান গনিকে বোকা বানিয়ে গোল করেন রুম্মান হোসেন (১-১)। ৮৩ মিনিটে জামাল ভুঁইয়ার কর্নার থেকে মাপা হেডে গোল করেন জঁ জুরস ইকাঙ্গা (২-১)। ৮৫ মিনিটে বক্সের ভেতর ইকাঙ্গার কাছ থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করে রাসেলের জয় নিশ্চিত করেন রুম্মন (৩-১)। বালিকা এককে চ্যাম্পিয়ন ইউজিআও চি স্পোর্টস রিপোর্টার ॥ রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে চলমান ‘মার্সেল ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপে’ শুক্রবার বালিকা দ্বৈতের ফাইনালে দক্ষিণ কোরিয়ার ঝাউ মিন পার্ক এবং চাও হাই জিম চীনের ইউজিআও চি এবং জিং ইয়ান জুটিকে ৭-৫, ৬-৩ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বালিকা এককের ফাইনালে চীনের ইউজিআও চি ভারতের তানিশা কাশইয়াপকে ৬-০, ৬-৪ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বালক এককের সেমিফাইনালে ভারতের করন শ্রীবাস্তব স্বদেশী সিদ্ধার্থ ঠাকরানকে এবং ভারতের রিশব শারদা স্বদেশী বাদলাকে হারিয়ে; বালক দ্বৈতের সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার কাও কিম এবং ওয়িন স্টে লি জুটি স্বদেশী ডাংকিং কিম এবং জাঙ্গা হো সোহেন জুটিকে হারিয়ে ফাইনালে ওঠে। জনকণ্ঠের রুমেল তৃতীয় স্পোর্টস রিপোর্টার ॥ শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘মার্সেল ডিআরইউ’র পুরুষদের মিনি ম্যারাথনে তৃতীয় হয়েছেন দৈনিক জনকণ্ঠের স্পোর্টস রিপোর্টার রুমেল খান। সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস।
×