ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রড্রিগুয়েজকে ডোবাচ্ছেন রোনাল্ডো!

প্রকাশিত: ০৬:৩৩, ১৯ নভেম্বর ২০১৬

রড্রিগুয়েজকে ডোবাচ্ছেন রোনাল্ডো!

স্পোর্টস রিপোর্টার ॥ বাঘা বাঘা তারকাদের টেক্কা দিয়ে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে ‘গোল্ডেন বুট’ জয় করেন কলম্বিয়ান তারকা জেমস রড্রিগুয়েজ। পেলের দেশ থেকেই মূলত উত্থান এ্যাটাকিং এই মিডফিল্ডারের। বিশ্বকাপের চোখ ধাঁধানো পারফর্মেন্সের পর তাকে রেকর্ডমূল্যে মোনাকো থেকে দলে ভেড়ায় স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদ। সান্টিয়াগো বার্নাব্যুতে এসে দলের ‘১০’ নম্বর জার্সিটাও পান ২৫ বছর বয়সী এই তারকা। পারফর্মেন্সও তাক লাগানো। তবে মাঝখানে দলের সেরা একাদশে থাকা হচ্ছিল না। কোচ জিনেদিন জিদান নাকি তাকে পছন্দ করতেন না। এসব ঝক্কি-ঝামেলা শেষ করে সাম্প্রতিক সময়ে ফের স্বমহিমায় ফিরেছেন কলম্বিয়ান তারকা। জাতীয় দল ও ক্লাবের হয়ে সমানতালে পারফর্ম করছেন। কিন্তু রিয়ালের হয়ে খেলার সময় রড্রিগুয়েজের ওপর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বাজে প্রভাব পড়ছে বলে অভিযোগ উঠেছে। কলম্বিয়ার সাবেক উইঙ্গার ফসটিনো এ্যাসপ্রিলা মনে করছেন, সি আর সেভেনের যে বাজে গুণগুলো রডিগুয়েজ অনুকরণ করছেন তাতে তার ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য। এ কারণে তিনি রোনাল্ডোকে রড্রিগুয়েজের শত্রু মনে করছেন। সতীর্থরা পাস না দিলে সঙ্গে সঙ্গে হাত উঁচু করে প্রতিক্রিয়া দেখান, রেফারিদের সঙ্গে বিবাদে জড়ানো ও প্রতিপক্ষের প্রতি আক্রমণাত্মক অঙ্গভঙ্গি এসবের জন্য সমালোচিত রোনাল্ডো। পর্তুগীজ তারকার এসব নেতিবাচক আচরণ নাকি রড্রিগুয়েজের মধ্যে দেখা যাচ্ছে। এমন মনে করছেন এ্যাসপ্রিলা। সাক্ষাতকারে কলম্বিয়ার সাবেক এই ফুটবলার বলেন, আমি দেখেছি ১৫ নবেম্বর আর্জেন্টিনার বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে সতীর্থরা বল পাস না দেয়ায় তিনি হাত উঁচু করে তাদের সঙ্গে বাজে আচরণ করছেন। যা সাধারণত রোনাল্ডো করে থাকেন। এসব দেখে আমার মনে হয় রিয়ালে রোনাল্ডোর সঙ্গে থেকে তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এটা আর কিছু নয়, তার ওপর রোনাল্ডোর কুপ্রভাব। মাঠে রেফারি ও সতীর্থদের প্রতি আচরণ সম্পর্কে এ্যাসপ্রিলা বলেন, ম্যাচে রেফারিদের সঙ্গে তর্ক হতেই পারে। কিন্তু সেটা যেন সতীর্থদের সঙ্গে না হয়। কখনও কখনও সতীর্থরা পাস দেবেন না। তাই বলে তাদের সঙ্গে এমন আচরণ করা খুবই আপত্তিকর। তিনি মনে করেন, বড় মাপের ফুটবলার হতে হলে অবশ্যই সতীর্থদের সম্মান করতে হবে। কলম্বিয়ান সতীর্থদের প্রতি রড্রিগুয়েজের আচরণ প্রসঙ্গে এ্যাসপ্রিলা বলেন, তাকে প্রথম যে কাজটি করতে হবে, তা হলো সতীর্থদের খেলার মান উন্নয়নে সাহায্য করা। কারণ বর্তমানে কলম্বিয়া এমন একটি দল, যেখানে সবাই বয়সে তরুণ এবং রড্রিগুয়েজকে খুব সম্মান করেন। আর এ দলের কারোরই তাকে কিছু বলার মতো সাহস নেই। তাই তাকে সবকিছু বুঝেই সামনে এগিয়ে যেতে হবে। দলের জন্য যেটা প্রয়োজন, ঠিক সেটাই করতে হবে। ব্রাজিল বিশ্বকাপের পর থেকেই খ্যাতির সর্বোচ্চ শিখরে উঠে এসেছেন রড্রিগুয়েজ। ২৫ বছর বয়সী এই সুপারস্টার রিয়াল মাদ্রিদে নাম লেখানোর পর আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন। ক্যারিয়ার শুরুর সময়ই নাকি রড্রিগুয়েজের স্বপ্ন ছিল রিয়ালে খেলা। দ্রুতই এই স্বপ্ন পূরণ হয়েছে তার। ফরাসী ক্লাব মোনাকো থেকে রড্রিগুয়েজকে কিনতে রিয়ালকে খরচ করতে হয়েছে ৮০ মিলিয়ন ইউরো। সান্টিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে প্রায় অর্ধলক্ষ ভক্ত-সমর্থক রড্রিগুয়েজকে বরণ করে নিয়েছিলেন। ওই সময় রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজ রড্রিগুয়েজকে ‘১০’ নম্বর জার্সি তুলে দেন।
×