ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এভার্টের চোখে সর্বকালের সেরা সেরেনা

প্রকাশিত: ০৬:৩২, ১৯ নভেম্বর ২০১৬

এভার্টের চোখে সর্বকালের সেরা সেরেনা

স্পোর্টস রিপোর্টার ॥ সেরেনা উইলিয়ামসের প্রশংসায় পঞ্চমুখ টেনিস কিংবদন্তি ক্রিস এভার্ট। টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকাকে সর্বকালের সেরা বলে মন্তব্য করেছেন তিনি। এ সময় আমেরিকান টেনিস তারকার বড় বোন ভেনাস উইলিয়ামসেরও প্রশংসা করেছেন ক্রিস এভার্ট। বয়সে পঁয়ত্রিশকেও ছাড়িয়ে গেছেন সেরেনা উইলিয়ামস। কিন্তু তাতে কী? বয়সকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে টেনিস কোর্টে এখনও রাজত্ব করছেন তিনি। গত মৌসুমেও তিনটি গ্র্যান্ডসøাম জয়ের স্বাদ পেয়েছেন। চলতি বছরেও উইম্বলডনের শিরোপা জিতেছেন সেরেনা। সেইসঙ্গে জার্মান কিংবদন্তি স্টেফি গ্রাফের রেকর্ডেও ভাগ বসান তিনি। বর্তমানে টেনিসের উন্মুক্তযুগে সর্বোচ্চ গ্র্যান্ডসøাম জয়ী খেলোয়াড় তারা। তবে স্টেফি গ্রাফকে ছাড়িয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিলেন সেরেনা উইলিয়ামস। কিন্তু তার সামনে প্রতিপক্ষ হয়ে আসেন স্টেফি গ্রাফেরই স্বদেশী এ্যাঞ্জেলিক কারবার। যার কাছে সম্প্রতি বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও হারান সেরেনা। বর্তমানে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন আমেরিকান টেনিসের এই জীবন্ত কিংবদন্তি। তারপরও সেরেনাকে সর্বকালের সেরা টেনিস খেলোয়াড় বলে মন্তব্য করেছেন ক্রিস এভার্ট। এ প্রসঙ্গে মহিলা এককে ১৮টি গ্র্যান্ডসøাম জয়ী এভার্ট বলেন, ‘উত্থান-পতনের মধ্য দিয়েই হাঁটছেন সেরেনা। এমনটা তার পুরো ক্যারিয়ারেই দেখা গেছে। কিন্তু তার উত্থানটা দুর্দান্ত। অন্য যে কারোর চেয়েও অনেক ভাল। এ জন্যই আমি মনে করি আপনারা তাকে সম্ভবত সর্বকালের সেরা বলতে পারেন।’ চলতি বছরের শুরুটা ভাল করলেও শেষদিকে যেন খেই হারিয়ে ফেলেন সেরেনা। রিও অলিম্পিকের তৃতীয় রাউন্ড থেকে ছিটকে পড়েন তিনি। এরপর মৌসুমের শেষ গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ইউএস ওপেনের সেমিফাইনাল থেকে বিদায় নেন কৃষ্ণকলি। যে কারণে জার্মান তারকা এ্যাঞ্জেলিক কারবারের কাছে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও হারাতে হয় সেরেনা উইলিয়ামসকে।
×