ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

২০১৭ হবে নাদালের সেরা মৌসুম!

প্রকাশিত: ০৬:৩২, ১৯ নভেম্বর ২০১৬

২০১৭ হবে নাদালের সেরা মৌসুম!

স্পোর্টস রিপোর্টার ॥ সুদীর্ঘ ক্যারিয়ারে ১৪টি গ্র্যান্ডসøাম জিতেছেন রাফায়েল নাদাল। শেষটি ২০১৪ সালে। গত দুই বছরে স্প্যানিশ টেনিস তারকাকে খুঁজেই পাওয়া যায়নি। তবে এখানেই দমে যেতে নারাজ রাফায়েল নাদাল। বরং ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসার প্রায় সবধরনের চেষ্টাই করছেন এই স্প্যানিয়ার্ড। নিজেকে গড়ে তুলছেন নতুন মৌসুমের জন্য। কোচ টনি নাদালও তার ফেরায় দারুণ আত্মবিশ্বাসী। তার মতে ২০১৭ সাল হবে রাফায়েল নাদালের সেরা মৌসুম। এ প্রসঙ্গে এক সাক্ষাতকারে নাদালের চাচা এবং কোচ টনি নাদাল বলেন, ‘আগামী মৌসুমে আমরা সেরা নাদালকেই দেখতে পারব। তারজন্য এটাই হবে সেরা বছর।’ নাদালকে বলা হয় ক্লে কোর্টের রাজা। তার ক্যারিয়ারে জেতা ১৪টি গ্র্যান্ডসøামের নয়টি এসেছে ফ্রেঞ্চ ওপেন থেকে। এছাড়া উইম্বলডন আর ইউএস ওপেন থেকে সমান দুটি করে। বাকিটা ইউএস ওপেনের। নতুন মৌসুমেও নাদালের মূল লক্ষ্য ক্লে কোর্ট। টনি নাদাল তো দশম ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জয়ের স্বপ্নও দেখে ফেলেছেন ইতোমধ্যে। ক্লে কোর্টে নাদালের বড় প্রতিদ্বন্দ্বী হয়ে আসতে পারেন কে? সেটাও ভেবে রেখেছেন টনি নাদাল। বর্তমান সময়ে অবশ্য টেনিস কোর্টে আলো ছড়াচ্ছেন দু’জন। ব্রিটেনের এ্যান্ডি মারে আর সার্বিয়ার নোভাক জোকোভিচ। সম্প্রতি জোকোভিচকে হটিয়ে প্রথমবারের মতো বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও দখল করে নিয়েছেন মারে। নাদালের কোচ অবশ্য মারের চেয়ে জোকোভিচকেই এগিয়ে রেখেছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি মনে করি রোঁলা গ্যাঁরোয় ফেবারিটদের মধ্যে থাকবে জোকোভিচ। সেখানে মারের সঙ্গে আরও অনেকেই থাকবেন ফেবারিটের তালিকায়। তবে আমি আশাকরি দশম শিরোপা জিততে পারব আমরা।’ প্রস্তুতি কিভাবে করছেন তাহলে? টনি নাদাল সেটাও বলে দিয়েছেন, ‘আমরা দিনে একঘণ্টা অনুশীলন করছি। ডাক্তারের পরামর্শ মোতাবেক এটা প্রতিদিনই করছি।’
×