ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৩১, ১৯ নভেম্বর ২০১৬

টুকরো খবর

দরিদ্র নাগরিকের জন্য স্বল্প ও বিনামূল্যে চিকিৎসা স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ পৌর এলাকার দরিদ্র নাগরিকদের স্বল্প ও বিনামূল্যে চিকিৎসা সুবিধা দিচ্ছে যশোর পৌরসভা। হেলথ কার্ড সরবরাহ করা হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে। হেলথ কার্ডের মাধ্যমে মেরিস্টোপ ও সূর্যের হাসি চিহ্নিহ্নত ক্লিনিক থেকে চিকিৎসা সেবা পাবেন দরিদ্র নগরবাসী। পাশাপাশি পৌরসভায় নিয়োজিত বিশেষজ্ঞ চিকিৎসক নিয়মিত রোগী দেখছে। স্বাস্থ্য সুরক্ষায় গৃহীত এ কার্যক্রম পৌর এলাকার স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। জানা যায়, প্রথম পর্যায়ে পৌরসভার দুটি ওয়ার্ডের এক হাজার ৬০ হতদরিদ্রের মাঝে হেলথ কার্ড বিতরণ করা হয়েছে। এসব কার্ডধারীর মধ্যে ৭ নম্বর ওয়ার্ডের চার শ’ ৮৪ ও ৯ নম্বর ওয়ার্ডে ৫শ’ ৬২ জন। পৌরসভা থেকে হেলথ কার্ড প্রাপ্ত ও তাদের পরিবারের সদস্যরা মেরিস্টোপ ও সূর্যের হাসি চিহ্নিহ্নত ক্লিনিক থেকে স্বল্প ও বিনামূল্যের স্বাস্থ্য সেবা পাবে। যার মধ্যে শিশু ও গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা, প্রাথমিক চিকিৎসা, প্রজননতন্ত্রের সংক্রমণ, যৌনবাহিত রোগ, যক্ষ্মা অন্যতম। পাশাপাশি পরিবার পরিকল্পনা ও কিশোর-কিশোরীদের মাঝে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেয়া হবে। এছাড়া যশোর পৌরসভায় নিয়োজিত এক মেডিক্যাল অফিসার প্রতিদিন রোগীদের ব্যবস্থাপত্র দিচ্ছে। ট্রাকচাপায় স্ত্রী নিহত, স্বামী আহত নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ১৮ নবেম্বর ॥ ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে শিউলি আক্তার (৩০) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ওই গৃহবধূ সদর উপজেলার দীঘি ইউনিয়নের রৌহাদহ গ্রামের খোরশেদ আলমের স্ত্রী। জানা গেছে, বেলা ১১টার দিকে বাসস্ট্যান্ড এলাকার মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে স্বামীর সঙ্গে মোটরসাইকেলের পেছনে বসেছিলেন শিউলি আক্তার। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিউলি মারা যায়। গুরুতর আহত হয় খোরশেদ আলম। তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৮ নবেম্বর ॥ বাগাতিপাড়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উদ্যোগে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী। আর বিয়ে না করেই বরযাত্রী নিয়ে পালিয়ে গেল বর। শুক্রবার বিকেলে উপজেলার জামনগরের রওশনগিরি পাড়ায় এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার রওশনগিরি পাড়া গ্রামের এক কৃষক তার ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া মেয়ের বিয়ে পাশের রাজশাহী জেলার সারদা গ্রামের এক ছেলের সাথে ঠিক করেন। শুক্রবার এ বিয়ে হওয়ার কথা ছিল। এ বিষয়ে সকল আয়োজনও সম্পন্ন করেন মেয়ের বাবা। এদিকে যথাসময়ে বিয়ের বাড়িতে আগমনের সংবাদ পেয়ে কনের বাড়িতে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিষয়টি টের পেয়ে বর ও বরযাত্রী বিয়ের আসর থেকে সটকে পড়ে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়ের বাবাকে এক হাজার টাকা অর্থদ- অনাদায়ে এক সপ্তাহের কারাভোগের আদেশ দেন। যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৮ নবেম্বর ॥ আদালতে হাজিরা না দেয়ায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে জেলা যুবদলের বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ । শুক্রবার বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে বাধা দেয়ার এ ঘটনা ঘটে। শুক্রবার বেলা ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা যুবদলের নেতাকর্মীরা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। শহরের জেনারেল হাসপাতালের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি মুজিব সড়ক দিয়ে সুপার মার্কেটের সামনে গেলে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে মিছিলকারীরা ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে একটি সমাবেশ করার উদ্যোগ নেয়। এ সময় পুলিশ ব্যানারটি কেড়ে নেয় এবং যুবদল নেতাদের সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন খান কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করেন। রোহিঙ্গা মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের হত্যার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর মাদানী কাফেলা বাংলাদেশের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বন্দর বাজার জামে মসজিদের সম্মুখ থেকে মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টের কালেক্টর মসজিদের সামনে পথসভার মাধ্যমে শেষ হয়। হাফিজ শিব্বীর আহমদ রাজির সভাপতিত্বে ও শাহিদ হাতিমীর পরিচালনায় মিছিলপরবর্তী পথসভায় উপস্থিত ছিলেনÑ লুৎফুর রহমান, মাসউদ আযহার, আহমদুল হক উসমান, সৈয়দ উবায়দুর রহমান, মাওলানা আব্দুস সালাম, ক্বারী আনোয়ার হুসাইন, আরিফ রব্বানী, লুকমান হাকিম প্রমুখ।
×