ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে চাল বিতরণে অনিয়মের অভিযোগ

প্রকাশিত: ০৬:২৯, ১৯ নভেম্বর ২০১৬

কিশোরগঞ্জে চাল বিতরণে অনিয়মের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৮ নবেম্বর ॥ তাড়াইলে হতদরিদ্রদের জন্য বরাদ্দ ১০ টাকা কেজি মূল্যের চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, উপজেলার রাউতি ইউনিয়নে ৬৮৪ জনের নামে চাল বিক্রির তালিকা করা হয়। ওই তালিকায় মৃত ব্যক্তি, স্কুলছাত্র, একই নামে একাধিক কার্ড ও ভুয়া নামও রয়েছে। এছাড়া তালিকায় ২৪ জনের নাম থাকলেও চাল পাচ্ছে না তারা। আবু তাহের নামে এক ভুক্তভোগী জানায়, তার পরিবারের ৬ জনের নাম রয়েছে চালের তালিকায়। কিন্তু তারা কোন চাল পাননি। তিনি অভিযোগ করেন, তার মৃত মা ও অষ্টম শ্রেণীর ছেলে রকির নাম রয়েছে তালিকায়। এসব নাম দিয়ে চাল তুলে নিচ্ছেন ডিলাররা। জানা গেছে, ইউনিয়নের কয়েক প্রভাবশালী নেতা, চেয়ারম্যান ও ডিলাররা এক হয়ে গবিবের চাল নিয়ে নিচ্ছে। তবে সাংবাদিকদের কাছে রাউতি ইউনিয়নের চালের ডিলার মতিউর রহমান এসব অভিযোগ অস্বীকার করেছেন। রাউতি ইউপি চেয়ারম্যান শরীফ উদ্দিন আলম জুয়েল জানান, চেয়ারম্যান হিসেবে তিনি নতুন দায়িত্ব পাওয়ায় চালের তালিকার বিষয়ে কিছুই জানেন না।
×