ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে নিরাপদ আবাসন ঠিকানাবিহীন ৩০ হেফাজতী স্বজনের কাছে ফিরতে পারছে না

প্রকাশিত: ০৬:২৯, ১৯ নভেম্বর ২০১৬

বাগেরহাটে নিরাপদ আবাসন ঠিকানাবিহীন ৩০ হেফাজতী স্বজনের কাছে ফিরতে পারছে না

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ‘এখানে থাকতে আমার আর ভাল লাগে না, আমি বাইরে যেতে চাই। আমাকে একটু বাইরে যাওয়ার ব্যবস্থা করে দেন না স্যার।’ সাংবাদিকদের কাছে এভাবে আকুতি করছিল আজমীরা খাতুন (২৪)। কিন্তু কিভাবে সে মুক্ত হবে, তার কোন অভিভাবক খুঁজে পাওয়া যায়নি। তাই আইনী জটিলতার কারণে আজমীরা ১০ বছরের অধিক বাগেরহাটে অবস্থিত খুলনা বিভাগীয় নিরাপদ মহিলা ও শিশু-কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্রে রয়েছে। প্রকৃত বয়স ২৪ বছর হলেও বন্দী পরিবেশ আর অপুষ্টির কারণে দেখতে মনে হয় ১৩/১৪ বছরের কিশোরী। আজমীরার মতো ১০ বছর ধরে এই নিরাপদ আবাসন কেন্দ্রে রয়েছে তানিয়া (২৩), বিথী (২৪), আরতি (২৮), শহরবানুসহ অনেকে রয়েছে ঠিকানা বিহীন। এই আবাসন কেন্দ্রের ৩০ হেফাজতীর ঠিকানা খুঁজে পাওয়া যাচ্ছে না। বাইরে বের হতে না পেরে এই নিরাপদ আবাসন কেন্দ্রটিই এখন তাদের বাড়ি-ঘরে পরিণত হয়েছে। শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এসব হেফাজতী স্পষ্টভাবে তাদের ঠিকানা বলতে না পারায় এই অসুবিধা হচ্ছে। আর দীর্ঘ সময় ধরে এই আবাসন কেন্দ্রে থাকার কারণে তাদের যথাযথ বিকাশ হচ্ছে না। তবে কর্তৃপক্ষ বলছে আদালতের নির্দেশে বিভিন্নভাবে প্রচার চালিয়েও এসব হেফাজতীদের ঠিকানা খুঁজে পাওয়া যায়নি।
×