ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাবিতে ভর্তি পরীক্ষা আজ শুরু

প্রকাশিত: ০৬:২৮, ১৯ নভেম্বর ২০১৬

জাবিতে ভর্তি পরীক্ষা আজ শুরু

জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা আজ শনিবার থেকে শুরু হচ্ছে। ১৯ নবেম্বর, পরীক্ষার প্রথম দিনে ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ২০ নবেম্বর ‘ডি’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ), ২১ নবেম্বর ‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ) এবং ‘এইচ’ ইউনিট (আইআইটি), ২২ নবেম্বর ‘এফ’ ইউনিট (আইন অনুষদ), ‘ই’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) এবং ‘জি’ ইউনিট (আইবিএ-জে ইউ), ২৩ নবেম্বর ‘সি’ ইউনিটের (কলা ও মানবিকী অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফট প্রতিদিন সকাল ৯টায় শুরু হবে। এ বছর ২০৩০ টি আসনের বিপরীতে মোট ২ লাখ ২০ হাজার ৩০১ শিক্ষার্থী আবেদন করেছে। প্রতি আসনের জন্য প্রতিযোগিতা করবে ১০৯ শিক্ষার্থী। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষায় মেয়েদের জন্য ১৪৭ টি আসন বাড়ানো হয়েছে। অন্যদিকে ছেলেদের ১০৭ টি আসন কমেছে।
×