ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নীলফামারীতে প্রেমিকা শ্রীঘরে

প্রকাশিত: ০৬:২৮, ১৯ নভেম্বর ২০১৬

নীলফামারীতে প্রেমিকা শ্রীঘরে

স্টাফ বিপোর্টার, নীলফামারী ॥ বিষের বোতল সঙ্গে নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবৈধভাবে প্রবেশ করার মামলায় প্রেমিকা জোবায়দা আবেদীন জুঁইকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। তাকে শুক্রবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। জানা যায়, ওই প্রেমিকা ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের জয়নাল আবেদীনের মেয়ে। তার সঙ্গে দীর্ঘ দেড় বছর ধরে প্রেমের সর্ম্পক ছিল একই উপজেলার বামুনিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তিতাস রহমান বাবুর। বাবু মৌজা বামুনিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য মশিয়ার রহমানের ছেলে। সূত্রমতে, প্রেমিক বাবুর অন্যত্র বিয়ে ঠিক করা হয়েছে জানতে পেরে প্রেমিকা জুঁই গত বুধবার রাত ১০টায় বিষের বোতর সঙ্গে নিয়ে বিয়ের দাবি তুলে প্রেমিক যুবলীগ নেতা ইউপি সদস্যের বাড়িতে গিয়ে অবস্থা নেয়। প্রেমিকার আগমনে প্রেমিক বাড়ি হতে সটকে পড়ে। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে প্রেমিকা জুঁই জানায়, গত দেড় বছর ধরে তিতাস রহমান বাবুর সঙ্গে প্রেম চলছে। আমার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার দৈহিক সম্পর্ক করেছে প্রেমিক বাবু। এখন বিয়ের কথা বললেই সে টালবাহানা করতে থাকে। এ অবস্থায় জানতে পারি প্রেমিক বাবু অন্যত্র বিয়ে করার জন্য আট লাখ টাকা যৌতুকে মেয়ে ঠিক করেছে। এ খবর পেয়ে প্রেমিক বাবুকে একাধিকবার মোবাইলে কল দিলেও সে রিসিভ করেনি। ফলে বুধবার রাতেই বিষের বোতল হাতে নিয়ে আমি তার বাড়িতে এসে অবস্থান নিতে বাধ্য হয়েছি। বাবু আমাকে বিয়ে না করলে বিষপানে সে আত্মহত্যা করবে। এদিকে ওই ঘটনায় প্রেমিক তিতাস রহমান বাবুর বাবা মশিয়ার রহমান বাদী হয়ে তার ছেলের প্রেমিকা জোবায়দা আবেদীন জুঁইকে আসামি করে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অবৈধভাবে বাদীর বাড়িতে অনুপ্রবেশ করে বিয়ের দাবিতে বিষের বোতল সঙ্গে এনে আত্মহত্যার হুমকির অভিযোগ করা হয়। পুলিশ ওই মামলায় রাতেই প্রেমিক তিতাস রহমান বাবুর বাড়িতে অভিযান চালিয়ে প্রেমিকা জুঁইকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
×