ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শ্যালকের ঘুষিতে দুলাভাই নিহত ॥ চার লাশ উদ্ধার

প্রকাশিত: ০৬:২৭, ১৯ নভেম্বর ২০১৬

শ্যালকের ঘুষিতে দুলাভাই নিহত ॥ চার লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ সিরাজগঞ্জে শ্যালকের কিল-ঘুষিতে দুলাভাই নিহত হয়েছে। নীলফামারীতে বৃদ্ধা, ভালুকায় ভ্যানচালক, কেশবপুরে বৃদ্ধ ও চাঁদপুরে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। সিরাজগঞ্জ ॥ বেলকুচি উপজেলার চন্দনগাতিতে শুক্রবার সকালে পারিবারিক কলহের জের ধরে শ্যালকদের মারপিটে বোনজামাই আবু তাহের মোল্লা (৪৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ নিহতের ৩ শ্যালককে আটক করেছে। এরা হলেন সাদ্দাম হোসেন (৩৫), সওদাগর হোসেন (৩২) ও উজ্জল হোসেন (২৮)। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, নিহত আবু তাহের মোল্লা ও তার শ্বশুরবাড়ি পাশাপাশি। শুক্রবার সকালে ঝগড়ার এক পর্যায়ে শ্যালকরা বোনজামাই আবু তাহের মোল্লাকে কিল-ঘুষি দেয়। এ অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাহের মোল্লাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা আবু তাহের মোল্লাকে মৃত ঘোষণা করেন। নীলফামারী ॥ নিখোঁজের তিনদিনের মাথায় মরিয়ম বেওয়া(৬৫) নামের এক বৃদ্ধার মরদেহ কিশোরীগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের একটি বাঁশঝাড় হতে পুলিশ উদ্ধার করেছে। শুক্রবার দুপুরে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধা উক্ত গ্রামের মৃত মজিবর রহমানের দ্বিতীয় স্ত্রী। অভিযোগ উঠেছে, ওই বৃদ্ধার বড় সতীন মৃত জ্যোৎ¯œা বেগমের ছেলে ফরিদুজ্জামান ফরিদ (২৫) তার বিমাতা মরিয়ম বেওয়াকে হত্যা করে লাশ পুঁতে রেখেছিল। ফরিদুজ্জামান ফরিদ পালিয়ে গেছে। নিহত মরিয়ম বেগমের একমাত্র ছেলে বড়ভিটা স্কুল এ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র মোসলেম উদ্দিন (১৪) জানায়, সে লেখাপড়ার পাশাপাশি ভাড়ায় ব্যাটারিচালিত ইজিবাইক চালিয়ে রোজগার করে বৃদ্ধ মাকে নিয়ে সংসার চালিয়ে আসছিল। একই বাড়িতে থাকে তার বিমাতা মৃত জ্যোৎ¯œা বেগমের একমাত্র ছেলে ফরিদুজ্জামান ফরিদ। সে কোন কাজকর্ম করত না। শুধু পাগল হবার অভিনয় করে আমার মাকে গালাগালি আর মেরে ফেলব বলে হুমকি দিত আর বাড়িতে বসে বসে থাকত। ভালুকা, ময়মনসিংহ ॥ ভালুকা উপজেলার আঙ্গারগারা আখালিয়া কালিরচালা পোলাট্রি ফার্মের গর্ত থেকে শুক্রবার দুপুরে আবুল হাশেম (৫০) নামে এক ভ্যানচালকের খ-িত লাশ উদ্ধার করেছে পুলিশ । জানা যায়, ওই গ্রামের আব্দুস সামাদ ফকিরের পুত্র হাশেম সোমবার থেকে নিখোঁজ হন। নিখোঁজের ৫ দিন পর বাড়ির পাশে তারেক সালাউদ্দিনের পোল্ট্রি ফার্মের একটি গর্ত থেকে হাত-পা-মস্তকবিহীন লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয় । খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ খ-িত লাশ উদ্ধার করে । চাঁদপুর ॥ সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামের সীমা আক্তার (১৮) নামে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেন চাঁদপুর মডেল থানা পুলিশ। সীমা ওই গ্রামের কাশেম হাওলাদারের মেয়ে এবং তার স্বামী সফিকুল ইসলাম ঢাকা গাজীপুর সালনা এলাকার বাসিন্দা। সে পিতার বাড়িতে নুরুল্লাপুর গ্রামে মায়ের সঙ্গে থাকত। কেশবপুর ॥ শুক্রবার দুপুরে কেশবপুর শহরের ডাকবাংলো সড়কের পাশ থেকে পুলিশ এক বৃদ্ধর (৭০) লাশ উদ্ধার করেছে। মুখে দাড়ি ও হাতে লম্বা লম্বা নোখ। গায়ে একটি নীল জাম্পার পরা বৃদ্ধের লাশ সড়কের পুরনো বিদ্যুত অফিসের পেছনে ছমির সরদারের চায়ের দোকানের পাশে পড়েছিল।
×