ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:২৭, ১৯ নভেম্বর ২০১৬

টুকরো খবর

তিন আসামি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ১৮ নবেম্বর ॥ ভোলার চরফ্যাশনের ওসমানগঞ্জে কুশ্রী এবং রোগাক্রান্ত স্ত্রীকে সরিয়ে সুন্দরীকে বিয়ে করার বাসনায় স্ত্রী কুলসুম বেগমকে হত্যা করে স্বামী আল আমীন। অপরদিকে নুরাবাদে প্রেমের বিয়ে মেনে নিতে অস্বীকার করায় শ্বশুরপক্ষের ওপর প্রতিশোধ নিতে স্ত্রী রাজিয়াকে হত্যা করে স্বামী আওলাদ হোসেন। চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ এবং নুরাবাদে পৃথক দুটি খুনের তথ্য উদ্ঘাটন করে চরফ্যাশন থানা পুলিশ বৃহস্পতিবার চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে তিন খুনীকে গ্রেফতারের পর পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ শুক্রবার দুপুরে তিন আসামিকে চরফ্যাশন কোর্টে পাঠিয়েছে। জানা যায়, গত ২৪ এপ্রিল রাতে ওসমাগঞ্জের পৈত্রিক বাড়ির বাগান থেকে কুলসুম বেগমের মরহেদ উদ্ধার করা হয়। পাশাপাশি ৫ জুলাই রাতে নুরাবাদ গ্রামের স্বামীর বাড়ির বাগানের গাছের সঙ্গে ঝুলন্ত রাজিয়ার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের রিপোর্টে কুলসুম ও রাজিয়াকে শ্বাসরোধ করে হত্যার বিষয়টি স্পষ্ট হলে চরফ্যাশন থানা পৃথক পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়। জানা গেছে, চট্টগ্রামের পটিয়া থানার শান্তিরহাট থেকে কুলসুমের স্বামী আল আমীন এবং চাচা মামুনকে গ্রেফতার করে। অপরদিকে চট্টগ্রামের বাকলিয়া থানার শাহ আমানত ব্রিজ এলাকা থেকে গ্রেফতার করা হয় স্ত্রী রাজিয়ার ঘাতক স্বামী আওলাদকে। অস্ত্রসহ ছয় ডাকাত গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৮ নবেম্বর ॥ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে শহরতলীর সাতোরা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে ডিবির একটি টিম কোতোয়ালি মডেল থানাধীন সাতোরা রাস্তার মাথায় পৌঁছলে সেখানে ডাকাতির প্রস্তুতিকালে সশস্ত্র ৬ ডাকাত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাদের ধাওয়া করে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে মনির হোসেন, মোঃ সোহাগ, আহসান হাবিব ফুয়াদ, মেহেদী হাসান বাবু, মোঃ জহির ও মাইন উদ্দিন। পরে তাদের নিকট থেকে গুলিভর্তি শূটারগান, এলজি, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বাড়ি সদর উপজেলার বিভিন্ন গ্রামে। তিন ছিনতাইকারী আটক সংবাদদাতা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা, ১৮ নবেম্বর ॥ দামুড়হুদা উপজেলার কোষাঘাটায় ছিনতাই করার সময় ছাত্রলীগের তিন নেতাকর্মীকে এলাকাবাসী আটক করে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলোÑ সদর উপজেলার মাঝেরপাড়ার জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, একই পাড়ার সাইফুল ইসলাম রানা, ঠাকুরপুর-জাফরপুর গ্রামের টোকন ওরফে কোপা টোকন। জানা যায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার কোষাঘাটা গ্রামের ইলিয়াসের ছেলে শাহিন ময়দা বিক্রি করা টাকা আনতে জেলা সদরের দৌলতদিয়ার নামক এলাকায় যায়। সেখান থেকে ১ লাখ ৫শ’ টাকা আদায় শেষে রাতেই ইজিবাইকে বাড়ি ফেরার পথে দুটি সুজুকি জিকসার মোটরসাইকেলে ছিনতাইকারীরা শাহিনের গতিরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার সময় চিৎকার দিলে এলাকাবাসী এগিয়ে এসে আব্দুর রহমান, রানা ও টোকনকে খেলনা পিস্তলসহ আটক করে। এরপর পুলিশে খবর দেয়। রূপগঞ্জে সংঘর্ষে আহত তিন নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৮ নবেম্বর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্লটের পতিত জমিতে ধান কাটা নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপরে উপজেলার পূর্বাচল উপশহরের ৯নং সেক্টর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আলমপুর এলাকার আলীমুন নেছা জানান, শুক্রবার সকাল ৯টায় পূর্বাচল উপশহরের ৯নং সেক্টর এলাকার প্লটের একটি পতিত জমিতে তার ছেলে শফিকুল ইসলাম ধান চাষ করে। সে জমির ধান কাটতে গেলে অপর ছেলে হাবুল্লা, আরমান ও পারভীনের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের লাভলী, মালউদ্দিন, পারভীন আহত হয়। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসী হামলায় দুই ভাই আহত নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১৮ নবেম্বর ॥ কেরানীগঞ্জে সন্ত্রাসী হামলায় রেজাউল হক মামুন ও মুবাদুল হক শিমুল নামে দুই ভাই গুরুতর আহত হয়েছে। শুক্রবার সকালে চুনকুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত মামুন ডিপিডিসিতে (ঢাকা বিদ্যুত বিতরণ কর্তৃপক্ষ) লাইনম্যান পদে চাকরি করেন। মুবাদুল হক ব্যবসায়ী। আহত মামুন জানান, শুক্রবার সকালে সন্ত্রাসী শাহিন তার দলবল নিয়ে দুই ভাইয়ের ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বাদীর আইনজীবীকে হত্যার হুমকি নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৮ নবেম্বর ॥ আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী এস আকবর খানকে মুঠোফোনে খুদেবার্তা পাঠিয়ে ১০ কোটি টাকা দাবি করা হয়েছে। অন্যথায় তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়। হুমকির অভিযোগে এস আকবর খান বৃহস্পতিবার টাঙ্গাইল সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইলের সাবেক সরকারী কৌঁসুলি (পিপি)। জিডিতে এ্যাডভোকট এস আকবর খান অভিযোগ করেন, গত মঙ্গলবার সকাল ও বুধবার দুপুরে পৃথক দু’টি নম্বর থেকে তাঁর মুঠোফোনে খুদেবার্তা পাঠিয়ে গালাগাল দেয়া হয়। একটি ব্যাংক হিসাব নম্বরে ১০ কোটি টাকা পাঠাতে বলা হয়। অন্যথায় হত্যার হুমকি দেয়া হয়। বিএম কলেজে অস্ত্রসহ আটক চার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সরকারী বিএম কলেজের অশ্বিনী কুমার ছাত্রাবাসে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে দেশীয় ধারালো অস্ত্রসহ চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, ছাত্রলীগ কর্মী রফিকুল ইসলাম রুবেল, কমল হালদার, সঞ্জয় দাস ও মুন্না। এরা সবাই কলেজের অশ্বিনী কুমার হলের আবাসিক ছাত্র। আটকের সময় তাদের কাছ থেকে একটি ধারালো দা এবং টেটা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করা হয়েছে। ছাত্রাবাসের সুপার রফিকুল ইসলাম বলেন, ধারালো অস্ত্রসহ আটককৃত চারজনকে পুলিশ থানায় নিয়ে গেছে। বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর সম ইমানুল হাকিম জানান, রাতে অশ্বিনী কুমার হলে দুই দল ছাত্রের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করেছে। সুফিয়া হত্যাকা-ের ঘটনায় মামলা ॥ গ্রেফতার ২ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৮ নবেম্বর ॥ মান্দায় সুফিয়া বেগম (৭০) হত্যাকা-ের ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। নিহতের ছোট মেয়ে রোকেয়া পারভীন রোজি বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মান্দা থানায় মামলাটি দায়ের করেন। পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি আকরাম শাহ (৬০) ও দেলোয়ার হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আকরাম শাহ উপজেলার বান্দাইপুর গ্রামের মৃত সদর উদ্দিন শাহের ছেলে এবং দেলোয়ার হোসেন গোপালপুর গ্রামের মোজাহার হোসেনের ছেলে। শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। পানিতে পড়ে গৃহবধূর মৃত্যু স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ সদর উপজেলার বেমরতা ইউনিয়নের কো-লা গ্রামে শুক্রবার সকালে শিবানী দাস (৩০) নামে এক গৃহবধূ পানিতে পড়ে নিহত হয়েছেন। তিনি এ গ্রামের অসীম দাসের স্ত্রী। ঐশী দাস নামে তার একটি কন্যশিশু রয়েছে। এদিন সকালে রান্নার ফাঁকে বাড়ির পুকুর ঘাটে গেলে তিনি পানিতে পড়ে যান। তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা দেন। তার স্বামী জানান, শিবানী মৃগি রোগী ছিলেন। ট্রলার মালিকের দ- সংবাদদাতা,পাথরঘাটা, বরগুনা, ১৮ নবেম্বর ॥ পাথরঘাটায় জাটকা ধরার অপরাধে মোঃ মোশারেফ হোসেন নামে এক ট্রলার মালিককে এক বছরের কারাদ-াদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রবিউল ইসলাম এ আদেশ প্রদান করেন। সে উপজেলার বড় টেংরা গ্রামের ফজলুল হকের ছেলে । জানা যায়,এফবি ইমরান ট্রলার থেকে প্রায় ২৫ মণ জাটকা জব্দ করা হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার দায়ে ওই ট্রলারের মালিক মোশারেফকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের সাজা দেয়া হয়। রংপুরে দেয়াল ধসে দুই শিশু নিহত নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৮ নবেম্বর ॥ শুক্রবার বেলা ১১টায় রংপুর নগরীর রবার্টসনগঞ্জ এলাকায় ইস্পাহানি বিহারী ক্যাম্পে ঘরের দেয়াল ধসে দু’শিশু নিহত হয়েছে। পুলিশ জানায়, নিহত আয়াত (৫) ওই এলাকার বাপ্পি হোসেনের ছেলে এবং শাহরিয়ার আলম অর্ণব (৭) কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার রহুল আমিনের ছেলে। তারা সম্পর্কে মামাত-ফুফাত ভাই। কয়েক দিন আগে অর্ণব তার মামা বাপ্পির বাড়িতে বেড়াতে আসে। সকালে আয়াত ও অর্ণব ওই এলাকার জনৈক কাজল নামে এক ব্যক্তির পরিত্যক্ত একটি দোকানের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় দোকানের দেয়ালের সঙ্গে বাঁধা রশিতে একটি রিকশা আটকে যায়। এতে দেয়াল ধসে পড়লে দেয়াল চাপায় দুই শিশু গুরুতর আহত হয়। তাদের হাসপাতালে নেয়ার পথেই তারা মারা যায়।
×