ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাবার স্মরণ সভায় ড. জাফর ইকবাল

প্রকাশিত: ০৬:২৬, ১৯ নভেম্বর ২০১৬

বাবার স্মরণ সভায় ড. জাফর  ইকবাল

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ১৮ নবেম্বর ॥ বাবার কবর জিয়ারত করতে পরিবারের সদস্যদের নিয়ে পিরোজপুরে এসেছেন ড. মো. জাফর ইকবাল। তার পিতা ফায়জুর রহমান আহম্মেদ তৎকালীন পিরোজপুর মহকুমা পুলিশ অফিসার ছিলেন। ১৯৭১ সালের ৪ মে ফায়জুর রহমানকে পাকহানাদার বাহিনী পিরোজপুর বলেশ্বর নদীর তীরে হত্যা করে লাশ ফেলে দেয় নদীতে। পরবর্তীতে লাশ উদ্ধার করে সমাহিত করা হয় পিরোজপুর পৌর কবরস্থানে। সে সময় ড. জাফর ইকবাল ও তার পরিবারসহ পিরোজপুরে বসবাস করতেন। শুক্রবার সকালে জাফর ইকবাল পরিবারের সদস্যদের নিয়ে প্রথমে তার বাবার কবর দেখতে যান। এরপর বলেশ্বর ঘাটের শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শৈশবকে স্মরণ করে খেয়ানৌকায় বলেশ্বর নদে নৌভ্রমণ করেন। বিকেলে পিরোজপুর টাউন ক্লাব মাঠ স্বাধীনতা মঞ্চে শিক্ষার্থী সমাবেশ ও তার প্রয়াত পিতার স্মরণ সভায় যোগদান করেন।
×