ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রামেক হাসপাতাল ভবনে বাঁশ ব্যবহার ॥ তদন্ত শুরু

প্রকাশিত: ০৬:২৫, ১৯ নভেম্বর ২০১৬

রামেক হাসপাতাল ভবনে বাঁশ ব্যবহার ॥ তদন্ত শুরু

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের (রামেক) নতুন ভবনের তৃতীয় তলার লিফটের সামনে বাঁশ ব্যবহারের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত এই তদন্ত টিম শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রামেক হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. একেএম মনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাঁচ সদস্যের ওই তদন্ত টিমে নেতৃত্ব দিচ্ছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হারুন-অর-রশিদ। সকাল সাড়ে ৯টার দিকে রামেক হাসপাতালে গিয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তারা ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান রাজশাহী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী লতিফুল ইসলামসহ সংশ্লিষ্ট সকলের বক্তব্য গ্রহণ করেন। এ সময় তারা ঠিকাদারী প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজ-খবর নিয়ে তাদের ব্যাপারে তথ্য চেয়েছেন বলে সাংবাদিকদের জানান হাসপাতালের পরিচালক রফিকুল ইসলাম।
×