ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মীরসরাইয়ে সালিশের রায় নিয়ে সংঘর্ষ আহত ৫

প্রকাশিত: ০৬:২৪, ১৯ নভেম্বর ২০১৬

মীরসরাইয়ে সালিশের রায় নিয়ে সংঘর্ষ আহত ৫

সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ১৮ নবেম্বর ॥ মীরসরাই উপজেলার ধূম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সালিশের রায়কে কেন্দ্র করে দুপক্ষের হামলা ও সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। এ সময় বিক্ষুব্ধ জনতা ইউনিয়ন পরিষদ ভাংচুর করে বলে জানা যায়। শুক্রবার দুপুরে এ বৈঠককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। জানা গেছে, ইউনিয়নের মোবারক ঘোনা গ্রামের নুরুল আবছার এবং জামাল উদ্দিনের মধ্যেকার বিবাদ নিরসনে বৃহস্পতিবার পরিষদে বৈঠক ডাকে চেয়ারম্যান আবুল খায়ের মোহাম্মদ জাহাঙ্গীর। সকাল থেকে শুরু হওয়া ওই সালিশের রায় ঘোষণা করে বেলা ১২টা নাগাদ। এ সময় চেয়ারম্যানের ঘোষিত রায়ে উভয়পক্ষ অসন্তুষ্ট হয়ে চিৎকার শোরগোল শুরু করে। একসময় উত্তেজনা বেড়ে গেলে উভয় পক্ষ পরিষদের বেশ কয়েকটি আসবাবপত্রও ভাংচুর করে বলে জানা গেছে। আহতদের মধ্যে মোবারকঘোনা গ্রামের মৃত ওবায়দুল হকের পুত্র আমজাদ হোসেন এবং একই এলাকার শফি আহমেদের পুত্র আলী মোল্লা নামের দুইজনকে মস্তাননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।
×