ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্যাপক উদ্দীপনায় শেষ হলো ইউনিলিভার বিজমাইস্ত্রোস-’১৬

প্রকাশিত: ০৬:২১, ১৯ নভেম্বর ২০১৬

ব্যাপক উদ্দীপনায় শেষ হলো ইউনিলিভার  বিজমাইস্ত্রোস-’১৬

দেশের ২৮৩টি টিমকে হারিয়ে ইউনিলিভার বিজমাইস্ত্রোস ২০১৬-এর চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ^বিদ্যালয়ের আইবিএ’র টিম পটার। ইউনিলিভার বিজমাইস্ত্রোসের সপ্তম আসর শুরু হয় শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের ‘ক্যাম্পাস সেশন’-এর মাধ্যমে। এই সেশনে প্রতিটি ক্যাম্পাস থেকে প্রতিভাবানদের খুঁজে বের করা হয়। ক্যাম্পাস সেশনে অংশ নেয়াদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ, নর্থ সাউথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বুয়েট, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস উল্লেখযোগ্য। এই সেশন শিক্ষার্থীদের ইউনিলিভার বাংলাদেশের লিডারদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেয় হয়। ইউনিলিভার বিজমাইস্ত্রোস ২০১৬ প্রথম রাউন্ড ‘দি লা মেরিডিয়ান হোটেলে’ অনুষ্ঠিত হয়। এই রাউন্ডে স্ট্রেস ম্যানেজমেন্ট পরীক্ষা করা হয়। অন স্পট এ্যাসেসমেন্টে ২৮০টির বেশি টিম থেকে প্রতিযোগিতার জন্য ১৫০টি টিম প্রথম রাউন্ডে বাছাই করা হয়। এর মধ্য থেকে দ্বিতীয় রাউন্ডের জন্য ২২টি টিম উত্তীর্ণ হয়। সেখান থেকে সেমিফাইনাল পর্বের জন্য ১০টি টিম উত্তীর্ণ হয়, যেখানে তারা মার্কেট রিসার্চ করে। এই ১০টি টিম থেকে চূড়ান্ত পর্বের জন্য ৪টি নির্বাচিত হয়। ঢাকা বিশ^বিদ্যালয়ের আইবিএ’র টিম পটার সবচেয়ে দারুন উদ্ভাবনী আইডিয়া দেয় এবং ইউনিলিভার বিজমাইস্ত্রোস ২০১৬ জিতে নেয়। তাদের যাত্রা এখানেই শেষ নয়। -বিজ্ঞপ্তি
×