ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ধন্যি মেয়ে

প্রকাশিত: ০৬:০৩, ১৯ নভেম্বর ২০১৬

ধন্যি মেয়ে

ভারতে সদ্য পালিত শিশু দিবসে ‘গুগল’ শিশুদের জন্য একটি জাতীয় প্রতিযোগিতার আয়োজন করে। দেশের সকল রাজ্যের শিশুরা প্রতিযোগিতায় অংশ নেয়। প্রশ্নে বলা হয়েছিল গুগলের জন্য ‘ডুডল’ আঁকতে হবে। আর যার ডুডল পছন্দ হবে তার ডুডলটি শিশু-দিবসের দিন হোম পেজে রাখা হবে। এই প্রতিযোগিতায় সবাইকে তাক লাগিয়ে ১১ বছরের পুনের বাসিন্দা আনভিতা প্রশান্ত পুরস্কারটি জিতে নেয়। গুগল কর্তৃপক্ষ জানায় আনভিতার ছবিটি দেখে মনে হয়েছে জীবন্ত কিছু। বলা চলে আমাদের বিশেষজ্ঞরাও এমন করে ডুডলের মনোগ্রাম তৈরি করতে পারেনি। আর এই ১১ বছরের মেয়েটি অল্প সময়ের মধ্যে তা করে দেখিয়েছে। সত্যিই মেয়েটি অসাধারণ। আনভিতা জানিয়েছে, পৃথিবী দ্রুত এগিয়ে চলেছে। সেখানে দাঁড়িয়ে মানুষের উচিত প্রকৃতির সৌন্দর্যে আরও বেশি করে মনোনিবেশ করা। আর আমি আমার ছবির মাধ্যমে সেই প্রতিচ্ছবি প্রকাশের চেষ্টা করেছি। গুগল কর্তৃপক্ষ এই ধন্যি মেয়ের জন্য একটি প্রশংসাপত্রও পাঠিয়েছে। এতে বলা হয়েছে আনভিতা তুমি সত্যিই শ্রেষ্ঠ।-ওয়েবসাইট অবলম্বনে।
×