ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাসিক নির্বাচন বিএনপি অংশ নেয়ার খবরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস

প্রকাশিত: ০৬:০২, ১৯ নভেম্বর ২০১৬

নাসিক নির্বাচন বিএনপি অংশ  নেয়ার খবরে  নেতাকর্মীদের  মধ্যে উচ্ছ্বাস

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৮ নবেম্বর ॥ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপি অংশ নেয়ার সিদ্ধান্তে নারায়ণগঞ্জ মহানগরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। শুরু হয়েছে নানান হিসাবনিকাশ। উৎসবমুখর পরিবেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন প্রত্যাশা করছেন নেতৃবৃন্দ। বিএনপি নেতারা মেয়র পদে মনোনয়ন নিতে জোর লবিং চালিয়ে যাচ্ছেন। তবে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থীরা বলেছেন, বিএনপির হাইকমান্ড যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই তারা কাজ করবেন। শুক্রবার মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিনে একজন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে গত দুই দিনে মেয়র পদে একজন, সাধারণ কাউন্সিলর পদে ৯৫ জন এবং সংরক্ষিত নারী আসনে ১৮ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ সিটির বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডাঃ সেলিনা হায়াত আইভী মেয়র পদে মনোনয়ন চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর আবেদন করেছেন। অপরদিকে গত ১৫ নবেম্বর নারায়ণগঞ্জ সার্কিট হাউসে অনুষ্ঠিত মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় মেয়র পদে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান ও বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদের নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠানো হয়েছে। বর্ধিত সভায় বর্তমান মেয়র আইভীর নাম প্রস্তাব না করায় আবারও আওয়ামী লীগের মধ্যে প্রকাশ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে বলে সাধারণ নেতাকর্মীরা মনে করছেন। এদিকে বিএনপির পক্ষ থেকে মেয়র পদে নাম শোনা যাচ্ছেÑ জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট আবুল কালাম, নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপি নেতা এ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের। তবে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থীরা দলীয় সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন। জেলা আইনজীবীর সাবেক সভাপতি ও বিএনপি নেতা এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান দল মনোনয়ন দিলে নির্বাচনে অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করে বলেন, এবার যেহেতু দলীয় প্রতীকে মেয়র পদে নির্বাচন হচ্ছে তাই সুষ্ঠু পরিবেশ বা অবাধ নিরপেক্ষ নির্বাচন নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এবার দলীয় প্রভাব পড়বে বলে তিনি মনে করেন। অন্যদিকে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত বলেন, বিএনপি নির্বাচনে অংশ নেয়ায় আওয়ামী লীগ মনে করছে একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির নির্বাচন নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই। আওয়ামী লীগ দলীয় সিদ্ধান্তে নির্বাচনে প্রার্র্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যাশার কথা জানান তিনি। জেলা নির্বাচন কর্মকর্তা ও সিটি কর্পোরেশনের সহকারী রিটার্নিং অফিসার মোঃ তারিফুজ্জামান জানান, শুক্রবার বিকেল পর্যন্ত ১৭নং ওয়ার্ডের একজন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শুক্রবার বন্ধের দিন হওয়ায় অনেকেই মনোনয়নপত্র সংগ্রহ করতে আসেননি। এ নিয়ে দুই দিনে মেয়র পদে একজন, সাধারণ কাউন্সিলর পদে ৯৫ জন এবং সংরক্ষিত নারী আসনে ১৮ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
×