ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গোপসাগরে চরে আটকে থাকা বিদেশী লবণ খালাস হয়নি

প্রকাশিত: ০৬:০২, ১৯ নভেম্বর ২০১৬

বঙ্গোপসাগরে চরে আটকে থাকা বিদেশী  লবণ খালাস হয়নি

নিজস্ব সংবাদদাতা, মংলা, বাগেরহাট, ১৮ নবেম্বর ॥ মংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ডুবোচরে আটকে থাকা বিদেশী বাণিজ্যিক জাহাজটির লবণ খালাস কাজ শুরু করা সম্ভব হয়নি। কাস্টমস ক্লিয়ারিং ও কাগজপত্রসহ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হলেই জাহাজটিতে শ্রমিক নিয়োগ ও লাইটার পাঠান হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ অবস্থায় টানা তিনদিন ধরে লবণ বোঝাই বিদেশী ওই জাহাজটি ডুবোচরে আটকে রয়েছে। গত বুধবার ভোর রাতে মংলা বন্দরে প্রবেশকালে চ্যানেলের দিক হারিয়ে জাহাজটি ডুবোচরে আটকে যায়। বিদেশী এ জাহাজটিতে মাস্টারসহ ২২ জন বিদেশী নাবিক রয়েছেন। তবে জাহাজটিতে প্রয়োজনীয় ফুয়েল ও রসদ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় শিপিং এজেন্ট কসমস শিপিং লাইনসের খুলনাস্থ ম্যানেজার সিরাজুল ইসলাম। আর মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ওয়ালিইল্লাহ জানান, বঙ্গোপসাগরের ডুবোচরে আটকে থাকা লবণ বোঝাই জাহাজটির ওপর নজরদারিসহ কর্তৃপক্ষ নিয়মিত খোঁজ-খবর রাখছেন। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে কিছু লবণ খালাস করা হলেই জাহাজটি ড্রাফ কমে যাবে এবং ডুবোচর থেকে সরানো সম্ভব হবে। তবে লবণবাহী বিদেশী জাহাজটি বর্তমানে কিছুটা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও বড় ধরনের কোন দুর্ঘটনার আশঙ্কা নেই। এদিকে মূল চ্যানেলের প্রায় এক কিলোমিটার দূরে ওই জাহাজটির অবস্থান থাকায় বন্দরে বাণিজ্যিক জাহাজ নির্বিঘেœ আগমন নির্ঘমন করতে কোন সমস্যা নেই বলে দাবি করেছেন বন্দরের ওই কর্মকর্তা।
×