ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দরিদ্র রোগীর পাশে দাঁড়াবে পেশেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন

প্রকাশিত: ০৫:৪৫, ১৯ নভেম্বর ২০১৬

দরিদ্র রোগীর পাশে দাঁড়াবে পেশেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন

স্টাফ রিপোর্টার ॥ নানা সীমাবদ্ধতায় দেশের দরিদ্র জনগোষ্ঠী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। এসব দরিদ্র রোগীর অধিকার প্রতিষ্ঠায় সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। যার যার সামর্থ্য অনুযায়ী তাদের চিকিৎসার্থে প্রয়োজনে আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়াতে হবে। এখন থেকে ‘পেশেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ দরিদ্র রোগীদের চিকিৎসায় আর্থিক সহযোগিতাসহ সব ধরনের সহায়তা দেবে। এছাড়া স্বচ্ছতা ও আস্থা ফেরাতে সংগঠনের দাতা সদস্যদের নাম ও অর্থের পরিমাণ ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এজন্য গণমাধ্যমের সহায়তা চেয়েছে সংগঠনটি। শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে পেশেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত ‘বাংলাদেশের দরিদ্র রোগীদের অধিকার প্রতিষ্ঠা ও চিকিৎসার্থে আর্থিক সহায়তা’ শীর্ষক আলোচনা সভায় সংগঠনের নেতারা এসব কথা জানান। এতে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন প্রফেসর এবিএম আব্দুল্লাহ বলেন, বাংলাদেশের অনেক ডাক্তার অনেক সময় ইচ্ছা করেই ভুল করেন। আমরা রোগীদের জন্য একটা ফান্ড গঠন করব। সে ফান্ডে স্বচ্ছতা থাকবে। তিনি আহ্বান রেখে বলেন, আসুন আমরা (প্রতিটি ডাক্তার) অন্তত একদিন একজন করে রোগী বিনা পয়সায় দেখি। টাকায় রোগী দেখতে যেমন আনন্দ আছে ঠিক বিনা পয়সায় রোগী দেখতেও আনন্দ আছে। তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরেই আন্তর্জাতিক মানের চিকিৎসা প্রদান করা হচ্ছে। দরিদ্র জনগোষ্ঠীকে সেবা প্রদানে ডাক্তারদের আরও আন্তরিক হতে হবে। সভায় সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ রাকিবুল ইসলাম লিটু বলেন, চিকিৎসার জন্য যেসব মানুষকে ঘরবাড়ি বিক্রি করতে হয় আমরা তাদের আর্থিক সহযোগিতা দেব। এখন থেকে টাকার অভাবে কেউ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবেন না। যারা টাকার জন্য দুরারোগ্য রোগের চিকিৎসা নিতে পারছেন না আমরা তাদের সহায়তা দেব। বিশেষ করে হতদরিদ্র ও অসহায় মানুষকে আমরা প্রাধান্য দেব। তিনি বলেন, ডাক্তার রোগীর সঙ্গে ভাল আচরণ করুক, সুন্দরভাবে কথা বলুক। ঠিক তেমনি ডাক্তারাও চান রোগীরা তার সঙ্গে সুন্দরভাবে কথা বলুক। মূল প্রবন্ধ পাঠকালে ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠান হতে চিকিৎসা গ্রহণকারী খানাগুলোর ৩৭.৫ শতাংশ কোন না কোনভাবে সেবা নিতে গিয়ে অনিয়ম ও দুর্নীতির শিকার হচ্ছে। দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিতকল্পে সকলেরই ভূমিকা রয়েছে। দানশীলতা, উপকারিতার মানসিকতা থাকতে হবে। দানকৃত অর্থ যদি সৎভাবে ব্যবহৃত হয়, যারা সহায়তা করেন তারা দ্বিগুণ উৎসাহিত হবেন। অধ্যাপক সৌরভ আলী বলেন, রোগীর অধিকার আছে এবং থাকবে কিন্তু সে অধিকার আদায়ের পন্থা নেই। প্রফেসর ড. সোহরাব আলী বলেন, আজ সামজে ডাক্তারদের লোকেরা ঘৃণ্য প্রাণী বলে মনে করেনÑ এজন্য ডাক্তাররাই দায়ী। তাই ডাক্তারদের এ কলঙ্ক মোচনের জন্য মহৎ সেবায় অংশীদারিত্ব বৃদ্ধি করতে হবে। প্রফেসর ডাঃ কাজী শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেনÑ পোস্ট গ্র্যাজুয়েট ডক্টরস্ এ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ডাঃ সোহরাব আলী, ড. মোঃ ইউনুস আলী আকন্দ ও এ্যাডভোকেট এলিনা খান। সংগঠনের নেতারা বলেন, পেশেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন দরিদ্র রোগীদের চিকিৎসার্থে পাশে দাঁড়াবে। দুরারোগ্য চিকিৎসায় সেবাসহ তারা রোগীদের আর্থিক সহায়তা দেবে। আর এ সাহায্যের অর্থ আসবে মানবতার সেবায় যারা দরিদ্রদের পাশে দাঁড়ান তাদের কাছ থেকেই। এজন্য হতদরিদ্র যে কোন রোগী ও মানবতার সেবায় নিবেদিতপ্রাণ যে কোন মানুষ সংগঠনটির সঙ্গে যুক্ত হতে পারবেন। আয়োজকরা জানান, ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যাংক এশিয়ার সঞ্চয়ী হিসাব নং ০৭৫৩৬০০০০৩৫। অর্থ পাঠাতে করা যাবে বিকাশ, বিকাশ এ্যাকাউন্ট নং ০১৮৮৪৪৪৪২২২ ও ০১৮৮৪৪৪৪৩৩৩।
×