ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাতারবাড়ি তাপ বিদ্যুত প্রকল্প পরিদর্শনে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

প্রকাশিত: ০৫:৩৪, ১৯ নভেম্বর ২০১৬

মাতারবাড়ি তাপ বিদ্যুত প্রকল্প পরিদর্শনে  উচ্চপর্যায়ের  প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ প্রধানমন্ত্রীর বিদ্যুত ও জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহীর নেতৃত্বে ১৮ সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ি কয়লাভিত্তিক তাপবিদ্যুত প্রকল্প পরিদর্শন করেছে। শুক্রবার সকাল ১০টায় হেলিকপ্টারযোগে মাতারবাড়িতে উপস্থিত হয় ১৮ সদস্যের ওই প্রতিনিধি দল। এ সময় মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক প্রতিনিধি দলকে স্বাগত জানান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার উচ্চপর্যায়ের প্রতিনিধি দলটি মূলত মাতারবাড়ি প্রকল্পের সার্বিক নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করতে আসে। প্রকল্পটির জন্য এক হাজার ৪১৪ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। প্রায় ৪০ হাজার কোটি টাকার এ প্রকল্পে প্রায় ৩৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। বাকি অর্থ বিনিয়োগ করছে বাংলাদেশ সরকার। প্রকল্পটি বাস্তবায়িত হলে ১২০০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদিত হবে। পরিদর্শনকালে আওয়ামী লীগ সরকারের আমলে মহেশখালীকে একটি আধুনিক ও উন্নয়নবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলা হবে জানিয়ে বিদ্যুত ও জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী বলেন, দ্রুত সময়ে এ প্রকল্পটির কাজ আরও এগিয়ে যাবে। সরকারের এ উন্নয়নের মহাযজ্ঞে সবাইকে আন্তরিকভাবে সহায়তা করার আহ্বান জানান তিনি। এ সময় বিদ্যুত ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, নৌবাহিনীর এ্যাডমিরাল মোহাম্মদ নিজাম উদ্দিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মোজাম্মেল হক, পুলিশের মহাপরিচালক (আইজিপি) শহিদুল হক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান, কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, বিদ্যুত বিভাগের অতিরিক্ত সচিব মোঃ মাহাবুবুল আলম, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মোঃ নাজমুল আবেদিন, জাপানী রাষ্ট্রদূত ও জাইকার উচ্চপদস্থ তিন কর্মকর্তা, জেলা প্রশাসক মোঃ আলী হোসেন, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফাসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে প্রতিনিধিদল বিকেলে ঢাকার উদ্দেশে মাতারবাড়ী ত্যাগ করেন।
×