ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাসিরনগরমুখী লংমার্চ বাতিল

প্রকাশিত: ০৫:৩২, ১৯ নভেম্বর ২০১৬

নাসিরনগরমুখী লংমার্চ বাতিল

স্টাফ রিপোর্টার ॥ ব্রাক্ষণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রেক্ষাপটে ছয় দফা দাবিতে নাসিরনগরমুখী লংমার্চ পুলিশের বাধা আর আয়োজকদের মতভেদের কারণে শেষ পর্যন্ত বাতিল হয়ে গেছে। শুক্রবার মাইনরিটি রাইটস মুভমেন্টের ব্যানারে সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে এই লংমার্চ শুরু হয়। এর একটু সামনে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পুলিশের বাধা এবং নিজেদের মধ্যে বিরোধের পর অংশগ্রহণকারীরা বেলা ১১টা ৪০ মিনিটে আবার টিএসসিতে ফিরে আসেন। এরপর কর্মসূচী বাতিলের ঘোষণা দেয়া হয়। টিএসসির রাজু ভাস্কর্য চত্বরে কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করে মাইনরিটি রাইটস মুভমেন্টের সমন্বয়ক মানিক রক্ষিত বলেন, নিরাপত্তা দিতে পারবে না- এমন কথা বলে পুলিশ আমাদের লংমার্চে যেতে দেয়নি। তিনি বলেন, মোট পাঁচটি বাস যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত একটি বাস ও তিনটি মাইক্রোবাস নিয়ে তারা যাত্রা শুরু করেছিলেন। ছয় দফা দাবির পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য প্রায় দুই লাখ টাকার সহায়তা নিয়ে তারা যাচ্ছিলেন। সচেতন শিক্ষার্থীবৃন্দ, সাধারণ শিক্ষার্থীবৃন্দ ও মাইনরিটি রাইটস মুভমেন্ট নামের তিন সংগঠনের ব্যানারে মঙ্গলবার শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচী থেকে এই লংমার্চের ঘোষণা দেয়া হয়। সে অনুযায়ী শুক্রবার সকাল ১০দিকে টিএসসির রাজু ভাস্কর্যে মন্ত্র পাঠের মধ্য দিয়ে লংমার্চ শুরু হয়। এরপর একটি বিক্ষোভ মিছিল বের করে লংমার্চকারীরা।
×