ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাই, দুই কনস্টেবল সাসপেন্ড

প্রকাশিত: ০৫:৩১, ১৯ নভেম্বর ২০১৬

ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাই, দুই কনস্টেবল সাসপেন্ড

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর সোনারগাঁও হোটেলের মোড়ে ডিম ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগে ঢাকা মহানগর ট্রাফিক (উত্তর) পুলিশের কনস্টেবল লতিফুজ্জামান ও রাজিবুলকে সাসপেন্ড করা হয়েছে। শুক্রবার দুপুরে শাহবাগ থানায় ডিম বিক্রেতা আব্দুল বাছির মনা বাদী হয়ে তাদের বিরুদ্ধে দ্রুতবিচার আইনে মামলা দায়ের করেন। এরপর তাদের সাসপেন্ড করা হয়। জানা গেছে, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে সোনারগাঁও হোটেলের মোড়ে ডিম ব্যবসায়ী আব্দুল বাছিরের কাছ থেকে ৪০ হাজার টাকা ছিনতাই করে পালানোর সময় পুলিশ কনস্টেবল লতিফুজ্জামানকে আটক করা হয়। এ সময় পুলিশ কনস্টেবল রাজিবুল পালিয়ে যায়। ট্রাফিক উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) প্রবীর কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মামলা দায়েরের পর ট্রাফিক কনস্টেবল লতিফুজ্জামানকে সাসপেণ্ড করা হয়েছে। সন্ধ্যার পর কনস্টেবল রাজিবুলকে গ্রেফতারের পর তাকেও সাসপেন্ড করা হয়। তিনি জানান, আমরা কারও ব্যক্তিগত অপকর্মের দায় নেব না। পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। এখানে বিশৃঙ্খলা ও অপকর্মের কোন ছাড় নেই। লতিফুজ্জামান ও রাজিবুলের অপরাধ প্রমাণিত হলে ছাড় দেয়া হবে না। ডিসি প্রবীর কুমার জানান, মামলার তদন্ত চলবে। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। ঘটনার শিকার ডিম ব্যবসায়ী আব্দুল বাছির মনা জানান, শুক্রবার ভোর ৫টার দিকে রাজধানীর লালবাগ কিল্লার মোড় বাজারে ডিম সাপ্লাই দিয়ে ভ্যানে চড়ে ফিরছিলেন তিনি। তেজগাঁও স্টেশন রোডের আড়তে ফেরার পথে হোটেল সোনারগাঁও মোড়ের সামনে একটি মোটরসাইকেলে (ঢাকা মেট্রো-ল-২৭-৪৭৪৩) আসা দুই আরোহী তার পথরোধ করেন। আরোহী দুজনেই পুলিশের পোশাক পরা ছিলেন। তারা আমাদের জিজ্ঞেস করে ‘কই গেছিলি? গাঁজা খাস? পকেটে গাঁজা আছে?’ পরে আমি ভ্যানে ডিম রাখার ২৪০টি খালি ঝুড়ি ও সঙ্গে ৪৪ হাজার টাকা আছে বলে জানাই। এ সময় পকেট থেকে টাকা ও চাবি বের করে তাদের দেখাই। মোটা অঙ্কের এই টাকা দেখেই তা ছিনিয়ে নেন মোটরসাইকেলে বসে থাকা একজন। আমি পেছন থেকে এক পুলিশ সদস্যকে জাপটে ধরি। এ সময় মোটরসাইকেল পড়ে গেলে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার দেই। আরেকজন পালিয়ে যায়। তবে পুলিশের পোশাক দেখে অনেকেই সাহায্যের জন্য আসতে চায়নি। এ সময় কাওরানবাজার মোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের হাতে তাকে তুলে দেয়া হয়। পরে তাকে শাহবাগ থানায় নেয়া হয়। এদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পালিয়ে যাওয়া আরেক পুলিশ কনস্টেবল রাজিবুলকেও গ্রেফতার করা হয়েছে। ট্রাফিক উত্তরের কার্যালয় থেকে তাকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। শাহবাগ থানা পুলিশ জানায়, ডিম বিক্রেতার টাকা ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে রাজিবুলকেও গ্রেফতার করা হয়েছে।
×