ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আইভী

প্রকাশিত: ০৫:৩০, ১৯ নভেম্বর ২০১৬

না’গঞ্জে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আইভী

বিশেষ প্রতিনিধি ॥ তৃণমূল থেকে নাম প্রস্তাব না আসলেও শেষ পর্যন্ত মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভী। শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় দীর্ঘ আলোচনার পর তাঁর মনোনয়ন চূড়ান্ত করা হয়। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা থেকে সেলিনা হায়াৎ আইভীকে বাদ দিয়ে মোট তিন জনের নাম চূড়ান্ত করে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার রাতে মনোনয়ন পেতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে লিখিত আবদেন করেন বর্তমান মেয়র আইভী। ধানম-ির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এসে নিজের হাতে আবেদনটি কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের কাছে জমা দেন তিনি। তিনি স্পষ্টভাবে বলেন, দল তাঁকে মনোনয়ন না দিলে তিনি নির্বাচন করবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভায় আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থীদের নিয়ে চুলচেড়া বিশ্লেষণ করা হয়। সব শেষে সেলিনা হায়াৎ আইভীকেই মেয়র পদে দলীয় মনোনয়ন দিতে সম্মত হন মনোনয়ন বোর্ডের সদস্যরা। বৈঠকে নারায়ণগঞ্জের মেয়র পদের প্রার্থী মনোনয়ন ছাড়াও সারাদেশে জেলা পরিষদ নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের নিয়েও আলোচনা হয়। বিভাগ ভিত্তিক প্রার্থিতার খসড়া চূড়ান্ত করার কাজও শুরু করেছে মনোনয়ন বোর্ড। তবে সারাদেশের দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আরও দু’তিন দিন প্রয়োজন হবে বলে বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান। পরে দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতেও সেলিনা হায়াৎ আইভীকে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রদানের কথা জানানো হয়। সভায় আরও সিদ্ধান্ত হয়, জেলা পরিষদ নির্বাচনে যারা দলীয় সমর্থন চেয়ে আবেদন করেছেন, তাদের মধ্য থেকে দলীয় সমর্থন প্রদানের ক্ষেত্রে জনমত জরিপকে অগ্রাধিকার দেয়া হবে। এছাড়া সভার সিদ্ধান্ত অনুযায়ী, জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনে প্রতিটি জেলা থেকে ১৫টি ওয়ার্ডে ১৫ জন এবং সংরক্ষিত ৫ মহিলা সদস্যের নাম সুপারিশ করে আগামী সাত দিনের মধ্যে ধানম-ির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে পাঠানোর অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরুর পর এটি হবে দ্বিতীয় ভোট। তবে দলীয় প্রতীকে ভোট হবে এবারই প্রথম।
×