ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উত্তরা তৃতীয় পর্ব অবকাঠামো উন্নয়ন আগামী জুনে শেষ হবে

প্রকাশিত: ০৮:৪০, ১৮ নভেম্বর ২০১৬

উত্তরা তৃতীয় পর্ব অবকাঠামো উন্নয়ন আগামী জুনে শেষ হবে

বিশেষ প্রতিনিধি ॥ উত্তরা তৃতীয় পর্বের ভূমি, লেক ও অন্যান্য অবকাঠামো উন্নয়নের কাজ আগামী জুনের (২০১৭ সালের জুন) মধ্যে শেষ হবে। ইতোমধ্যে এ প্রকল্পের ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। পূর্বাচল নতুন শহর প্রকল্পের কাজ শেষ হবে ২০১৮ সালের মধ্যে। এখানে উন্নয়ন কাজের প্রায় ৭০ ভাগ শেষ হয়েছে। উত্তরা ১৮ নম্বর সেক্টরে এ্যাপার্টমেন্ট প্রকল্পের ছয় হাজার ৬৩৬ ফ্ল্যাটের মধ্যে অধিকাংশই বিক্রি হয়ে গেছে। অল্প কিছু ফ্ল্যাট বিক্রি অবশিষ্ট রয়েছে। আগামী মাসে ৮৪০টি ফ্ল্যাট ক্রেতাদের মাঝে বুঝে দেয়া হবে। বৃহস্পতিবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উত্তরা এ্যাপার্টমেন্ট প্রকল্প, উত্তরা তৃতীয় পর্ব এবং পূর্বাচল নতুন শহর প্রকল্প পরিদর্শন শেষে একথা বলেন। এ সময় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী, সদস্য (উন্নয়ন) আব্দুর রহমানসহ উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
×