ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইসিসির অধিবেশন

আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি বাংলাদেশের সমর্থন

প্রকাশিত: ০৮:৩৩, ১৮ নভেম্বর ২০১৬

 আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি বাংলাদেশের সমর্থন

মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের বিচারহীনতার অবসানে রোম স্ট্যাচুট ও আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি দ্ব্যর্থহীন সমর্থন প্রকাশ করেছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম বৃহস্পতিবার দি হেগ-এ অনুষ্ঠিত আইসিসির সদস্য দেশের ১৫তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের এই সমর্থনের কথা ব্যক্ত করেন। খবর বাসসর। মোঃ শাহরিয়ার আলম আইসিসির এই অধিবেশনে বলেন, মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের বিচারহীনতার সংস্কৃতির অবসানে বাংলাদেশ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচার পরিচালনা করছে। রোম স্ট্যাচুটের নীতি-আদর্শের আলোকে বাংলাদেশের অভ্যন্তরীণ আন্তর্জাতিক মানসম্পন্ন আদালতে এই বিচার কার্যক্রম আন্তর্জাতিক অঙ্গনে নতুন মাত্রার সৃষ্টি করেছে। যুদ্ধকালীন যৌন অপরাধ এবং লিঙ্গভিত্তিক অপরাধ প্রতিরোধে বাংলাদেশের প্রত্যয়ের কথা তুলে ধরে শাহরিয়ার আলম বলেন, এ ধরনের অপরাধকারীকে বিচারের সম্মুখীন করা, যথাযথ বিচার নিশ্চিত করা, প্রয়োজনীয় আইনী ও প্রশাসনিক ব্যবস্থা ইত্যাদি বিষয়ে বাংলাদেশ তার অভিজ্ঞতা বিনিময়ে সর্বদা প্রস্তুত। তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় নিগৃহীত এবং অত্যাচারিত নারীর যথাযথ সম্মান প্রদর্শনের লক্ষ্যে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
×