ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রংপুর থামাল বরিশালের জয়রথ

প্রকাশিত: ০৮:২৫, ১৮ নভেম্বর ২০১৬

রংপুর থামাল বরিশালের জয়রথ

স্পোর্টস রিপোর্টার ॥ টানা তিন ম্যাচ জিতে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল বরিশাল বুলস। ফর্মের তুঙ্গে থাকা অধিনায়ক মুশফিকুর রহীম ও শাহরিয়ার নাফীস দু’জনই ব্যর্থ হলেন। তাই ১২ রানে পরাজয় বরণ করল তারা। বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জয়ের ধারায় ফিরল আগের ম্যাচে হার দেখা রংপুর রাইডার্স। প্রথম ব্যাট করে ৬ উইকেটে ১৭৫ রানের বড় সংগ্রহ পেয়েছিল রংপুর। জবাবে ২ বল বাকি থাকতেই (১৯.৪ ওভার) ১৬৩ রানে শেষ হয় বরিশালের ইনিংস। পঞ্চম ম্যাচে এটি বরিশালের দ্বিতীয় হার, অপরদিকে চতুর্থ ম্যাচে তৃতীয় জয় এটি রংপুরের। উভয় দলের পয়েন্ট ৬ করে হলেও নেট রানরেটে এগিয়ে দুই নম্বরে উঠে এলো রংপুর। বরিশাল তিনে, ঢাকা ডায়নামাইটস সমান ৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। টস হেরে আগে ব্যাটিংয়ে নামে রংপুর রাইডার্স। ভালভাবেই শুরু করেছিলেন দুই ওপেনার। কিন্তু বেশিদূর যেতে পারেননি সৌম্য সরকার। জোড়া আঘাতে সৌম্য (১৪) ও শাহজাদকে (১৪) ফিরিয়ে দিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। তবে তৃতীয় উইকেটে ৭৮ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ভিত গড়ে দেন মোহাম্মদ মিঠুন ও লিয়াম ডসন। আগের তিন ম্যাচে ব্যর্থ মিঠুন দারুণ ব্যাটিং করে অর্ধশতক পেয়ে যান। তিনি ৪৪ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬২ রান করে সাজঘরে ফেরেন। ‘বুম বুম’ শহীদ আফ্রিদি এদিন সাগরিকার দর্শকদের কিছুটা আনন্দ দিয়েছেন ১০ বলে ১ চার ও ২ ছক্কায় ২২ রান করে। ডসন ৩৬ বলে ৩ চার ও ১ ছক্কায় ৪৬ রানে ফিরে গেলেও ততক্ষণে বড় সংগ্রহ পেয়ে গেছে রংপুর। ৬ উইকেটে শেষ পর্যন্ত ১৭৫ রানের বড় সংগ্রহ গড়ে তারা। দুটি করে উইকেট নেন তাইজুল ও থিসারা। জবাব দিতে নেমে প্রথম বলেই দিলশান মুনাবিরার উইকেট খুইয়ে ধাক্কা খায় বরিশাল বুলস। আগের ম্যাচগুলোয় বড় রান পাওয়া নাফীস ১২ ও মুশফিক ৮ করে ফিরে গেলে বিপর্যয়ে পড়ে তারা। দারুণ বোলিং করছিলেন ডানহাতি অফস্পিনার সোহাগ গাজী। তবে জীবন মেন্ডিস ভাল খেলছিলেন। ইনিংসের ১৪তম ওভারে নাদিফ চৌধুরী ম্যাচের পরিস্থিতি পাল্টে দেন। সচিত্র সেনানায়েকের করা সেই ওভারে তিন ছক্কাসহ ২৪ রান তুলে নিয়ে বরিশালকে খেলায় ফেরান তিনি। তবে আফ্রিদি এসে থামান ২৫ বলে ৩ ছক্কায় ৪১ করা নাদিফ ঝড়! জীবন অর্ধশতক হাঁকিয়ে বরিশালের আশা জিইয়ে রাখেন। কিন্তু ৫৩ বলে ৫৭ রান (৩ চার, ৩ ছক্কা) করা এ লঙ্কানকে ফিরিয়ে দিয়ে আফ্রিদি বরিশালের সে আশা ভঙ্গ করেন। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ১৬৩ রানে গুটিয়ে যায় বরিশালের ইনিংস। সোহাগ মাত্র ১৯ রানে তিনটি এবং রুবেল হোসেন ও আফ্রিদি দুটি করে উইকেট নেন। স্কোরকার্ড ॥ রংপুর রাইডার্স ইনিংস- ১৭৫/৬; ২০ ওভার (মিঠুন ৬২, ডসন ৪৬, আফ্রিদি ২২, সৌম্য ১৪, শাহজাদ ১৪; তাইজুল ২/২৭, থিসারা ২/৩১, এমরিট ১/২৫)। বরিশাল বুলস ইনিংস- ১৬৩/১০; ১৯.৪ ওভার (জীবন ৫৭, নাদিফ ৪০, থিসারা ১৭*, নাফীস ১২; সোহাগ ৩/১৯, আফ্রিদি ২/৩১, রুবেল ২/৩৬)। ফল ॥ রংপুর রাইডার্স ১২ রানে জয়ী। ম্যাচসেরা ॥ মোহাম্মদ মিঠুন (রংপুর রাইডার্স)।
×