ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এমপি বদির জামিনের বিরুদ্ধে আপীল

প্রকাশিত: ০৮:১৬, ১৮ নভেম্বর ২০১৬

এমপি বদির জামিনের বিরুদ্ধে আপীল

স্টাফ রিপোর্টার ॥ জামিনের বিরুদ্ধে আপীল ॥ সম্পদের তথ্য গোপনের অভিযোগে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সরকারদলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদিকে হাইকোর্ট থেকে দেয়া জামিনের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছেন দুদকের আইনজীবী। বৃহস্পতিবার সকালে দুদকের আইনজীবী এ্যাডভোকেট খোরশেদ আলম খান সুপ্রীমকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আপীল আবেদন করেছেন বলে জানান তিনি নিজেই। একই সঙ্গে বিচারিক (নিম্ন) আদালতের খালাসের রায় বাতিল চেয়েও দুদক আইনজীবী অপর একটি আপীল আবেদন করেছেন। তাতে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে বদির খালাসের বিরুদ্ধে সাজার নির্দেশনা চাওয়া হয়েছে। শুনানি ২৭ নবেম্বর রাষ্ট্রদ্রোহ ও সেনাবিদ্রোহে উস্কানির অভিযোগে করা পৃথক দুই মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা দুটি আবেদনের একসঙ্গে ২৭ নবেম্বর শুনানি হবে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপীল বিভাগ এই দিন ধার্য করেছে। ৩০ আগস্ট রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় হাইকোর্ট মান্নাকে জামিন দিয়েছিল। এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে আপীল বিভাগ ওই জামিন স্থগিত করে। পাশাপাশি নিয়মিত লিভ টু আপীল করতে বলে। এর ধারাবাহিকতায় বৃৃহস্পতিবার বিষয়টি শুনানির জন্য আসে। আদালতে মাহমুদুর রহমান মান্নার পক্ষে ছিলেন আইনজীবী ইদ্রিসুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। কুষ্টিয়া প্রেসক্লাব ॥ কুষ্টিয়ার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট (এডিএম) কর্তৃক ঘোষিত কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কোন্ কর্তৃত্ব বা ক্ষমতাবলে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। আগামী দুই সপ্তাহের মধ্যে তথ্য সচিব, কুষ্টিয়া জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কুষ্টিয়ার সিনিয়র তথ্য অফিসারকে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে। লিগ্যাল নোটিস ॥ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনের তফসিল ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার, বাতিল বা স্থগিত চেয়ে আইনী নোটিস পাঠিয়েছে সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক। সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আবদুল মতিন প্রধানের পক্ষে বৃহস্পতিবার নোটিসটি পাঠিয়েছেন সুপ্রীমকোর্টের আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহ।
×