ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী ইউসুফ আলীর মৃত্যু

প্রকাশিত: ০৮:১২, ১৮ নভেম্বর ২০১৬

যুদ্ধাপরাধী ইউসুফ  আলীর  মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদ-প্রাপ্ত যুদ্ধাপরাধী এস এম ইউসুফ আলী (৮৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয় তার। এর আগে বার্ধক্যজনিত রোগে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য বেলা সাড়ে এগারোটায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিক্যালে নেয়া হয়। তথ্যের সত্যতা নিশ্চিত করে সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর জানান, ঢামেক হাসপাতালের নতুন ভবনে মেডিসিন বিভাগে চিকিৎসাধীন স্থায় ইউসুফ আলী মারা যান। এর আগে একাত্তরে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে ১৮ জুলাই জামালপুরের যুদ্ধাপরাধী এস এম ইউসুফ আলীকে আমৃত্যু কারাদ-াদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তার বিরুদ্ধে আনা হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন, লুটপাট ও মরদেহ গুমের পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মধ্যে ৩ নম্বর অভিযোগ প্রমাণ হওয়ায় তাকে আমৃত্যু কারাদ- দেন ট্রাইব্যুনাল। বাগেরহাটের বন কর্মকর্তা ইউসুফ আলী ওরফে এ কে এম ইউসুফ আলম জামালপুরের চাঁনপুর হরিণাকান্দা গ্রামের আব্দুল খালেক ওরফে খালেক মাস্টারের ছেলে। গত ৯ ডিসেম্বর গভীর রাতে সুন্দরবন পূর্ব বিভাগের দুবলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব।
×