ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লাইফ বিজনেস কম্পিটিশনে চ্যাম্পিয়ন টিম পটার

প্রকাশিত: ০৭:৫৪, ১৮ নভেম্বর ২০১৬

লাইফ বিজনেস কম্পিটিশনে চ্যাম্পিয়ন টিম পটার

স্টাফ রিপোর্টার ॥ উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো দেশের সবচেয়ে বড় এফএমসিজি কোম্পানি ইউনিলিভার আয়োজিত লাইফ বিজনেস কম্পিটিশন ‘বিজমাইস্ত্রোস ২০১৬।’ এতে দেশের বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ২৮৩টি টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ‘টিম পটার।’ বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ ৪টি টিম অংশ নেয়। এতে বিচারকদের রায়ে ‘আম্মু আর লাইফবয় ল্যান্ডওয়াশ মিলে ১০০ ভাগ সুরক্ষা’ শীর্ষক আইডিয়ার জন্য টিম পটার চ্যাম্পিয়ন নির্বাচিত হয়। এতে ইউনিলিভারের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজমাইস্ত্রোসের ক্যাম্পাস সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের নামকরা একাধিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিটি টিমে ৩ জন করে চূড়ান্ত পর্বে প্রতিযোগিতায় অংশ নেয় মোট ১২ জন। এতে বিচারক হিসেবে ছিলেন ইউনিলভারের আমিনুর রহমান, কুমার সরমা, জাহিদ মানিতা ও কামরান বাকের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর তিন শিক্ষার্থী রাকিব ইবনে হোসাইন, তানজির ইসলাম ও মাসতুরা তাসনিমের টিম বিচারকদের রায়ে প্রতিযোগিতায় বিজয়ী হয়। বিজয়ীরা ইউনিলিভার ফিউচার লিডারস লিগ ২০১৭ তে অংশ নেয়ার সুযোগ পাচ্ছে, যা অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যের লন্ডনে। এতে ৩০টি দেশের ৯০ জন প্রতিযোগী অংশ নেবে।
×