ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রুনু আঞ্জুমান

জন্মদিনে মা’ যে নেই কাছে

প্রকাশিত: ০৬:৪৮, ১৮ নভেম্বর ২০১৬

জন্মদিনে মা’ যে নেই কাছে

আজ এই জš§দিনে মা’ যে নেই কাছে কষ্টগুলো অন্তলীনে গুমোট বেঁধেই আজো আছে সেই ছোটবেলা গায়ে জড়ানো নকশী গল্প কাঁথা মায়ের আদরে বোনা আশীর্বাদের ছোঁয়াতে ভরে যায় মাথা একটুখানি মা- ছাড়া বইতো না বেলা মায়ের চোখকে ফাঁকি দিয়ে কেমন চলতো খেলা ছেলেবেলায় শব্দেরা এসে ঘিরে থাকে দেহ পাশে মায়ের নাচুনি চোখ বলে এই কবি বসো ঘাসে কলম খাতার দুটি বন্ধু এনে দেয় দুটি হাতে নাটকের স্ক্রিপ্ট পড়ি আর তৃপ্ত পেট মায়ের মাখানো ভাতে ভেজা চোখ এই দিনে শুধু খোঁজে মা’কে আদর শ্রদ্ধার মালা গেঁথে ছুটে চলে আজ, বলেছো পাগল কবি যাকে বুক শূন্য মন শূন্য আমার পৃথিবী শূন্য করে আমায় একাকী এই পৃথিবীতে ছেড়ে কোথায় ঘুমিয়ে আছো? শিউলি গাছটা যেখানে উঠেছে বেড়ে।
×