ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভোগসের আঘাতে হিউজের স্মৃতি!

প্রকাশিত: ০৬:৩৯, ১৮ নভেম্বর ২০১৬

ভোগসের আঘাতে  হিউজের স্মৃতি!

স্পোর্টস রিপোর্টার ॥ দুই বছর পেরিয়ে গেছে। এখনও বারে বারে ফিরে আসেন ফিলিপ হিউজ। মাত্র ২৫ বছর বয়সে ওপেনিং এ ব্যাটসম্যানের অকাল প্রয়াণ ঘটেছিল মাথায় বলের আঘাত লাগার পর চিকিৎসাধীন অবস্থায়। জাতীয় দলের হয়ে খেলা নিউসাউথ ওয়েলসের এ তরুণ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেফিল্ড শিল্ডের ম্যাচে ব্যাটিংয়ের সময় মাথায় আঘাত পেয়েছিলেন এক বাউন্সারে। পরে সেন্ট ভিনসেন্ট হাসপাতালে তার মৃত্যু হয়। সেই ভয়ানক স্মৃতিটা আরেকবার নাড়া দিয়ে গেল এডাম ভোগসের ঘটনায়। বৃহস্পতিবার শেফিল্ড শিল্ডে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে তাসমানিয়ার বিরুদ্ধে খেলছিলেন। ৩৭ বছর বয়সী জাতীয় দলের এ ব্যাটসম্যান ক্যামেরন স্টিভেনসনের বাউন্সারে হেলমেটে আঘাত পেয়েছিলেন। সেই আঘাতে উইকেটে লুটিয়ে পড়েন ৩৭ বছর বয়সী ভোগস। মিনিট দু’য়েক পর অবশ্য উঠে দাঁড়ান। কিন্তু মেডিক্যাল স্টাফদের কাঁধে ভর দিয়ে অবসন্ন দেহে মাঠের বাইরে চলে আসেন। পরে তাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া তার পরিস্থিতি সম্পর্কে টুইটে জানিয়েছে, ‘ভোগসের মস্তিষ্কে বড় আঘাত চিহ্নিত করা হয়েছে। তিনি ভালই আছেন, তবে কিছুটা দুর্বল ও মাথা তুলতে পারছেন না। ডাক্তাররা তাকে ওষুধ দিয়ে রেখেছেন। আপাতত কয়েকদিন খেলতে পারবেন না।’ ২০১৪ সালের ২৫ নবেম্বর হিউজ এ রকম এক আঘাতেই হসপিটালাইজড হয়েছিলেন। দু’দিন পর (২৭ নবেম্বর) তিনি মৃত্যুবরণ করেন। কাওরান বাজারের প্রথম জয় স্পোর্টস রিপোর্টার ॥ ‘মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ’ ফুটবলে বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত একমাত্র খেলায় কাওরান বাজার প্রগতি সংঘ তাদের প্রথম জয়ের মুখ দেখেছে। ১-০ গোলে তারা হারিয়েছে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। বিজয়ী দলের ফরহাদ মিয়া খেলার ৪৬ মিনিটে জয়সূচক গোলটি করেন। নিজেদের পঞ্চম ম্যাচে এটা কাওরান বাজারের প্রথম জয়। ৬ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের সপ্তম থেকে পঞ্চম স্থানে উঠে এলো। পক্ষান্তরে সমান ম্যাচে এটা মোহামেডানের দ্বিতীয় হার। এখনও জয়বঞ্চিত তারা। ৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ থেকে সপ্তম স্থানে নেমে গেল তারা (আট দলের মধ্যে)। কম্বাইন্ড হারাল শান্তিনগরকে স্পোর্টস রিপোর্টার ॥ গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকিতে কষ্টার্জিত জয় কুড়িয়ে নিয়েছে কম্বাইন্ড স্পোর্টিং ক্লাব। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে তারা ১-০ গোলে হারায় শান্তিনগর স্পোর্টিং ক্লাবকে। চট্টগ্রামে বিপিএল ফুটবল ফের শুরু আজ থেকে মুখোমুখি শেখ জামাল-চট্টগ্রাম আবাহনী, শেখ রাসেল-ফেনী সকার স্পোর্টস রিপোর্টার ॥ চট্টগ্রাম পর্ব দিয়েই গত ২৪ জুলাই থেকে পর্দা উঠেছিল ২০১৫-১৬ মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের খেলা। সেখানে তিন রাউন্ড খেলা শেষে পর্যায়ক্রমে ময়মনসিংহ, ঢাকা, সিলেট, আবারও ঢাকায় এসে শেষ হয় প্রথম লেগ। অক্টোবর থেকে ঢাকায় শুরু হয় দ্বিতীয় লেগের খেলা। ময়মনসিংহ ঘুরে আবারও লীগের খেলা শুরু হতে যাচ্ছে চট্টগ্রামে এবং সেটা আজ থেকেই। এমএ আজিজ স্টেডিয়ামে এবারও তিন রাউন্ড খেলা হবে। দ্বিতীয় লেগের উদ্বোধনী দিনে আজ বিকেল সাড়ে ৩টায় স্বাগতিক চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে লড়বে লীগের বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেড। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সোয়া ৬টায় শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড মুখোমুখি হবে সকার ক্লাব ফেনীর। প্রথম লেগে শেখ জামাল-চট্টগ্রাম আবাহনীর ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। প্রতিপক্ষের চেয়ে ৩ পয়েন্ট বেশি পেয়ে এগিয়ে বন্দরনগরীর দলটিই। এদিকে প্রথম লেগে শেখ রাসেলকে ২-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল ফেনী সকার। যদিও দুই দলের অবস্থাই পয়েন্ট টেবিলে শোচনীয়। রাসেল দশম এবং সকার আছে একাদশ স্থানে। অবনমনের শঙ্কায় আছে উভয়দলই। লীগে এ পর্যন্ত ১৪ রাউন্ড শেষ হয়েছে। বাকি আর ৮ রাউন্ড। পয়েন্ট টেবিলের শীর্ষে ঢাকা আবাহনী লিমিটেড। এখন পর্যন্ত কোন খেলায় না হারা আবাহনীর সংগ্রহ ৩২ পয়েন্ট। এরপর চট্টগ্রাম আবাহনী ২৮ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় আছে। প্রথমপর্বে চমক দেখান রহমতগঞ্জ আছে ২৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে। চারে শেখ জামাল (২২), পাঁচে মুক্তিযোদ্ধা (২০), ছয়ে আরামবাগ (২০), সাতে ব্রাদার্স (১৮), আটে টিম বিজেএমসি (১৪), নয়ে মোহামেডান (১৩), দশে শেখ রাসেল (১২), এগারোতে ফেনী সকার (১০) এবং সবশেষে উত্তর বারিধারা (১০)। ওয়ালটন দাবা লীগে চ্যাম্পিয়ন সোনারগাঁ স্পোর্টস রিপোর্টার ॥ শেষ হয়েছে ‘ওয়ালটন দ্বিতীয় বিভাগ দাবা লীগ’। এতে সোনারগাঁও চেস ক্লাব অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট। ইসফট এরিনা ১২ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয়। ১০ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটি তৃতীয়, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব চতুর্থ ও জিআইআইটি চেস একাডেমি পঞ্চম স্থান লাভ করে। চ্যাম্পিয়ন দল ২৫ হাজার, রানার্সআপ দল ১৫ হাজার ও তৃতীয় স্থান অধিকারী দল ১০ হাজার টাকা করে প্রাইজমানি পায়। এ ছাড়া ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে দলগুলোকে হোম এ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হয়। চ্যাম্পিয়ন এবং রানার্সআপ এই দুই দল ২০১৭ সালের প্রথম বিভাগ দাবা লীগে খেলার যোগ্যতা অর্জন করল। বৃহস্পতিবার লীগের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন গ্রুপের স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। আবার দেখা মারে-জোকোভিচের! স্পোর্টস রিপোর্টার ॥ সম্প্রতি বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা দখল করেছেন এ্যান্ডি মারে। সার্বিয়ার নোভাক জোকোভিচকে হটিয়ে প্রথমবারের মতো শীর্ষে ওঠার গৌরব অর্জন করেন ব্রিটেনের এই টেনিস তারকা। অসামান্য এই কীর্তি গড়ার পর ডব্লিউটিএ ট্যুর ফাইনালসেই প্রথম খেলছেন মারে। যেখানে দুর্দান্ত গতিতে ছুটছেন নোভাক জোকোভিচও। টুর্নামেন্টের ফাইনালেই মুখোমুখি হয়ে যেতে পারেন বর্তমান টেনিস বিশ্বে দাপট দেখান এই দুই তারকা। ইতোমধ্যেই ডব্লিউটিএ ট্যুর ফাইনালসের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন নোভাক জোকোভিচ। গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচ জিতে এক ম্যাচ আগেই শেষ চারের টিকেট নিশ্চিত করেন তিনি। আজ নিজের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের স্টানিসøাস ওয়ারিঙ্কাকে হারাতে পারলেই শীর্ষে থেকে সেমিফাইনালে জায়গা করে নিবেন এ্যান্ডি মারে। আর দুই তারকাই যদি শীর্ষে থেকে গ্রুপপর্বের বাধা পেরুতে পারেন তাহলেই ফাইনালে দেখা হবে তাদের। সবকিছু সঠিকভাবে এগুলে রবিবার ফাইনালে আবারও টেনিস বিশ্ব দেখতে পারবে মারে-জোকোভিচের আরেকটি মহারণ। তবে প্রতিপক্ষ কখন কে হবে তা নিয়ে মোটেই চিন্তিত নন। তাদের দুইজনেরই মূল লক্ষ্য শিরোপা জেতা। এ প্রসঙ্গে স্কটিশ তারকা এ্যান্ডি মারে বলেন, ‘এ কথা নিশ্চিত করেই বলতে পারি যে আমি এবং জোকোভিচ উভয়ই শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই খেলব।
×