ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বার্সিলোনা-মেসি সম্পর্কের টানাপোড়েন

প্রকাশিত: ০৬:৩৭, ১৮ নভেম্বর ২০১৬

বার্সিলোনা-মেসি সম্পর্কের টানাপোড়েন

স্পোর্টস রিপোর্টার ॥ গত কয়েক বছর ধরেই গুঞ্জনটা চলছে। লিওনেল মেসি নাকি বার্সিলোনা ছেড়ে নিজের শৈশবের ক্লাবে ফিরবেন। আর্জেন্টাইন তারকা নিজেও এমন ইঙ্গিত দিয়েছেন। গত বছর এ নিয়ে তোলপাড়ও কম হয়নি। সেই গুঞ্জনের ডালপালা এতদিন থেমেই ছিল। সম্প্রতি বিষয়টি আবারও আলোচনায় এসেছে। শোনা যাচ্ছে, মেসি নাকি প্রত্যাশিত অর্থ না পাওয়ায় বার্সার সঙ্গে চুক্তি নবায়ন করতে চাচ্ছেন না। এমন অবস্থার মধ্যে বার্সিলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্টোমেউ আশাবাদ ব্যক্ত করেছেন, মেসি ন্যুক্যাম্পেই শেষ করবেন ক্যারিয়ার। এদিকে সম্প্রতি নিজ দেশে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ শেষে সাংবাদিকদের বয়কটের ঘোষণা দিয়ে সমালোচনার মুখে পড়েছেন মেসি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর, আর্জেন্টাইন সাংবাদিকরা নাকি নাখোশ দেশটির অধিনায়কের ওপর। মেসির বার্সা অধ্যায় নিয়ে অনেক জলঘোলা হয়েছে আগে। এখনও হচ্ছে। স্পেনের ক্রীড়া দৈনিক মার্কার দাবিÑ ন্যুক্যাম্প ছাড়তে চলেছেন আর্জেন্টাইন সুপারস্টার। তার নতুন ঠিকানা হতে চলেছে ইংলিশ প্রিমিয়ার লীগের দল ম্যানচেস্টার সিটি। সেখানে নিজের সাবেক গুরু পেপ গার্ডিওলার সঙ্গে ফের জুটিবদ্ধ হবেন এমএল টেন। এজন্য ইতোমধ্যেই কাতালন দৈত্যদের সঙ্গে চুক্তি নবায়নে অস্বীকৃতি জানিয়েছেন ২৯ বছর বয়সী এই ফুটবলার। গত জুনে ঘটেছে এই ঘটনা। তবে একই বিষয়ে এবার ভিন্ন বিষয় তুলে ধরেছে ইংলিশ পত্রিকা ‘দ্য সান’। তাদের দাবিÑ প্রত্যাশা অনুযায়ী বেতন না পাওয়াতেই মন বিগড়েছে মেসির। তাছাড়া ব্রাজিলিয়ান ফুলব্যাক দানিয়েল আলভেজের ন্যুক্যাম্প ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে চলে যাওয়া সহজভাবে মেনে নিতে পারেননি পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। পত্রিকাটি আরও জানায়, লা মাসিয়া গ্রাজুয়েট ন্যুক্যাম্পে আরও বেশি সময় থাকতে সাপ্তাহিক ৮ লাখ ২৫ হাজার পাউন্ড বেতন চাচ্ছেন। বাংলাদেশী টাকায় তা ৮ কোটি ৮০ লাখের ওপরে। অর্থাৎ প্রায় ৯ কোটির মতো সাপ্তাহিক বেতন চাচ্ছেন মেসি। দলের সেরা তারকাকে ধরে রাখতে বার্সা হাঁটতে চাইছে কূটনৈতিক পথে। তারা মেসির বিশাল বেতনের আশা পূরণে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি। তবে দলটির ম্যানেজমেন্ট নিজেদের সেরা তারকার মনোযোগ ধরে রাখতে আরও বেশি শিরোপা জয়কে প্রধান্য দিচ্ছে। তাছাড়া মেসির স্বদেশী জ্যাভিয়ের মাশ্চেরানোসহ তার ঘনিষ্ঠ নেইমার ও লুইস সুয়ারেজকে আকর্ষণীয় ও দীর্ঘমেয়াদী চুক্তিতে আবদ্ধ করার পরিকল্পনা গ্রহণ করেছে। এসবের মধ্য দিয়ে মেসিকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে মজার বিষয় হলো, এক সাক্ষাতকারে বার্সা সভাপতি বার্টোমেউ আশাবাদী সুরে বলেছেন, বার্সাতেই থাকবেন মেসি। ক্লাবের জার্সি সম্পর্কিত নতুন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ক্লাব সভাপতি মেসির সম্পর্কে সাংবাদিকদের একথা বলেন। মেসির সঙ্গে বার্সিলোনার বর্তমান চুক্তির মেয়াদ আর মাত্র ১৮ মাস আছে। নেইমারের সঙ্গে ইতোমধ্যেই চুক্তি নবায়ন করলেও এই তালিকায় লুইস সুয়ারেজ ও মেসিকে নিয়ে চুক্তি নবায়নের বিষয়টি এখন সময়ের ব্যাপার। এ সম্পর্কে বার্টোমেউ বলেন, আমরা সবাই অনেকটাই নিশ্চিত যে ফুটবল বিশ্বের জাদুকর মেসি এই ক্লাবেই ক্যারিয়ার শেষ করতে যাচ্ছেন। ক্লাব সমর্থকরাও সেটাই বিশ্বাস করে। এখন শুধু সময়ের অপেক্ষা। সাম্প্রতিক সময়ে তার হাত ধরেই বার্সিলোনা সর্বকালের সেরা সাফল্য অর্জন করেছে এবং সে এর ধারাবাহিকতা বজায় রেখেছে। গত অক্টোবরে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি নবায়ন করেছে বার্সিলোনা। নতুন চুক্তি অনুযায়ী ২৪ বছর বয়সী নেইমার ২০২১ সাল পর্যন্ত কাতালান ক্লাবটিতে থাকবেন। গত সপ্তাহে চুক্তি বৃদ্ধির বিষয়ে ইউরোপিয়ান গোল্ডেন স্যু বিজয়ী সুয়ারেজের সঙ্গেও আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। সবকিছু ঠিক থাকলে উরুগুইয়ান তারকার সঙ্গেও পাঁচ বছরের চুক্তি করতে যাচ্ছে বার্সা। কিন্তু মেসির সঙ্গে চুক্তির বিষয়টি নিয়ে এখনও ধোঁয়াশা রয়েই গেছে। তাহলে কি গুঞ্জনই সত্যি হবে শেষ পর্যন্ত!?
×