ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চুরির অপবাদে শিশুর শরীরে ছ্যাঁকা

প্রকাশিত: ০৬:৩৫, ১৮ নভেম্বর ২০১৬

চুরির অপবাদে শিশুর শরীরে ছ্যাঁকা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় আলম গাজী নামের ১০বছরের এক শিশুর বিরুদ্ধে চুরির অপবাদে নির্যাতন করেছে পুলিশিং কমিটির বহিষ্কৃত সাধারণ সম্পাদক। শিশুটির বাড়ি সদর উপজেলার শিবপুর ইউনিয়নের গদাঘাটা গ্রামে। তার পিতা মৃত আনজিয়ার গাজী। নির্যাতিত ওই শিশুর পিতা নেই, মা অন্যের ঘরে। চুরির স্বীকারোক্তি আদায়ের জন্য ছেলেটির শরীরে দেয়া হয়েছে জ্বলস্ত সিগারেটের ছ্যাঁকা। প্লাস দিয়ে হাতের আঙ্গুল মুচড়ে দেয়া হয়েছে । সোমবার সন্ধ্যায় এই নির্যাতনের পর নিরাপত্তার অভাবে গত তিন দিন ধরে শিশুটি পালিয়ে বেড়াচ্ছে। নির্যাতিত শিশু আলম গাজী সাংবাদিকদের জানায়, সে পেটের দায়ে স্থানীয় আবাদের হাটের মুনসুর গাজীর হোটেলে শ্রমিক হিসেবে কাজ করত। শারীরিক অসুস্থতার কারণে আলম হোটেল মালিকের কাছে দুদিনের ছুটি চায়। কিন্তু ছুটি না দেয়ায় সে পালিয়ে বাড়িতে আসে। ইতোমধ্যে বাড়িতে থাকাকালে গত শনিবার হোটেল মালিক মুনসুর গাজীর শিয়ালডাংগার বাড়িতে চুরি হয়। সেই চুরির দায় চাপানোর চেষ্টা করা হয় আলমের ওপর। প্লাস দিয়ে তার হাতের আঙ্গুলের গিরায় গিরায় চাপ দিয়ে থেঁতলে দেয়া হয়েছে। সিগারেটের আগুনে হাতের কব্জির ওপরের অংশ পুড়িয়ে দেয়া হয়। এরপর ক্রিকেট খেলার ব্যাট দিয়ে বেদম পেটানো হয় শিশুটিকে। প্রথমে মুনসুর গাজীর বাড়িতে পরে স্থানীয় কৃষক লীগ অফিসে এনে পৃথকভাবে কয়েক দফা নির্যাতন করার এক পর্যায়ে আলম জ্ঞান হারিয়ে ফেললে তাকে স্থানীয় এক পল্লী চিকিৎসকের চেম্বারে নেয়া হয়। জ্ঞান ফিরলে তাকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। এর পর থেকে এ বিষয়ে থানা পুলিশ করলে পরিণতি ভয়াবহ হবে বলে হুমকি দেয়া হচ্ছে। আলম জানায়, হোটেল মালিক মুনসুর, আনোয়ার ঢালী নামে এক পুলিশিং কমিটির বহিষ্কৃত সাধারণ সম্পাদক, যুবলীগ েেনতা আবুল কাশেম তাকে চুরির অপবাদে এভাবে নির্যাতন করেছে। আলম আরও জানায়, সে বাঁচার জন্য পা ধরলেও তাকে নির্মমভাবে পেটানো হয়। জ্বলন্ত সিগারেট ঠেসে ধরে হাত পুড়িয়ে দেয় মুনসুর আর আনোয়ার। প্লাস দিয়ে আঙ্গুলের গিঁরা থেঁতলে দেয় আনোয়ার ঢালী। ক্রিকেট খেলার ব্যাট দিয়ে মারে কাশেম। নির্যাতনকারীরা প্রভাবশালী হওয়ায় চরম আতঙ্কিত অসহায় শিশু আলম। সে পালিয়ে বেড়চ্ছে। এ ব্যাপারে পুলিশিং কমিটির বহিষ্কৃত সাধারণ সম্পাদক আনোয়ার ঢালী ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে অন্যায় হয়েছে বলে স্বীকার করে সাংবাদিকদের বলেন লেখালেখি না করার জন্য । হোটেল মালিক মুনসুর গাজী নির্যাতনের কথা স্বীকার করে বলেন বিষয়টি মীমাংসা করে নেয়া হয়েছে।
×