ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যশোরে ইউপি মেম্বার

প্রকাশিত: ০৬:৩৫, ১৮ নভেম্বর ২০১৬

যশোরে ইউপি মেম্বার

স্টাফ রিপোর্টার যশোর থেকে জানান, মণিরামপুরে ফেয়ার প্রাইজের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি সদস্যকে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলার হরিদাসকাটি ইউনিয়নে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার ৫নং হরিদাসকাটি ইউনিয়নের ৫নং পাঁচবাড়িয়া ওয়ার্ডের ইউপি সদস্য দেবু সরকার তালিকাবহির্ভূত ব্যক্তির নামে ফেয়ার প্রাইজের কার্ড ইস্যু করেন। ইতোমধ্যে তালিকাবহির্ভূত ব্যক্তি ওই কার্ডের মাধ্যমে ১০ টাকা কেজি দরের চাল উত্তোলন করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান বৃহস্পতিবার ঘটনার সত্যতা পাওয়ায় তাকে সরকারী আদেশ অমান্য করার অপরাধে সাত দিনের কারাদ- প্রদান করেন। চট্টগ্রামে স্বামী চট্টগ্রাম অফিস জানায় ॥ চট্টগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদ- প্রদান করেছে আদালত। বৃহস্পতিবার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এ রায় প্রদান করেন। বিচার শুরু হওয়ার ২২ বছর পর ঘোষিত রায়ে দ-িত আসামি সাবের আলী পলাতক রয়েছেন। দ-িত সাবের আলীকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। উল্লেখ্য, ১৯৯৪ সালে চট্টগ্রাম নগরীর হিলভিউ আবাসিক এলাকার একটি বাসা থেকে সাবের আলীর প্রথম স্ত্রী আরজু বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের করেন আরজুর বাবা নাজির হোসেন। অভিযোগে তিনি বলেন, ওড়না পেঁচিয়ে তার মেয়েকে হত্যা করে মরদেহটি ঝুলিয়ে রাখা হয়েছে।
×