ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৩৪, ১৮ নভেম্বর ২০১৬

টুকরো খবর

সংঘর্ষে আহত ১০ নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ১৭ নবেম্বর ॥ ঝালকাঠির কালীবাড়িতে নাট মন্দির (বারচালা) চাল ব্যবসায়ী ও কালীবাড়ি পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে সংঘর্ষে বিক্ষিপ্ত ইটের আঘাতে শ্রী শ্রী কার্ত্তিকের মূর্তি ভেঙ্গে গেছে। বুধবার রাত সাড়ে ১০টায় পূজা শেষে নর-নারী ভক্তদের উপস্থিতিতে এ ঘটনা ঘটে। বিক্ষিপ্ত উভয়পক্ষের ইটপাটকেল নিক্ষেপে ১০-১২ জন আহত হয়েছে। জানা গেছে, বার চালার পশ্চিম অংশে কালীবাড়ি কমিটির লোকজন বেড়া দিয়ে আটকে দেয়। এই ঘটনায় চাল ব্যবসায়ীরা অবরুদ্ধ হয়ে পড়লে ক্ষুব্ধ হয় এবং সংঘর্ষ বাধে। এ ঘটনায় চাল ব্যবসায়ীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টায় ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে চাল ব্যবসায়ীদের পক্ষ থেকে দুলাল দেবনাথ লিখিত বক্তব্য পাঠ করেন। এতে দাবি করা হয় কালীবাড়ি পরিচালনা কমিটির বর্তমান সভাপতি প্রণবনাথ ভানুর নেতৃত্বে কিছু নেশাগ্রস্ত ব্যক্তি কর্তৃক প্রতিমা ভাংচুর করে প্রচার করা হয় তারা ভাংচুর করেছে। এ ঘটনায় কয়েক চাল ব্যবসায়ী আহত হয়েছে এবং ব্যবসায়ী হাকিম হাওলাদারের ম্যানেজার হরিবর সরকারকে হুমকি দিয়ে ১ লাখ ২৪ হাজার টাকা নিয়ে যাওয়া হয়েছে। শিক্ষক নির্যাতনকারীর শাস্তি দাবি নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ১৭ নবেম্বর ॥ বরগুনায় শিক্ষক নির্যাতনকারী আকতার হোসেনকে শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ডিকেপি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে পৌর সুপার মার্কেটের সামনে মানববন্ধনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তারা বলেন, শিক্ষক নির্যাতনকারী আক্তার হোসেনকে আইনের আওতায় এনে অনতিবিলম্বে শাস্তি দেয়া হোক। বুধবার স্কুল চলাকালে সিনিয়র শিক্ষক বাসুদেব রায়কে একই প্রতিষ্ঠানের চাকরিজীবী শিক্ষক শিল্পী বেগমের স্বামী আকতার হোসেন শিক্ষক মিলনায়তনে ঢুকে তাকে মারধর করেন। অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ১৭ নবেম্বর ॥ দৌলতপুরে অস্ত্র ও গুলিসহ পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মাসুম বিল্লাহ গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার আল্লারদর্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। সে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আমদহ গ্রামের মুশারফ হোসেন মুসার ছেলে। অগ্নিকা- স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ চকরিয়া থানা সেন্টার এলাকায় ফার্নিচারের দোকান ও কারখানায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকা-ের ঘটনায় বিশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বুধবার রাত তিনটায় এ ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। কবর থেকে লাশ উত্তোলন নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ১৭ নবেম্বর ॥ উপজেলার বাগান বাজার ইউনিয়নের চেয়ারম্যান রুস্তম আলীর বিরুদ্ধে গৃহপরিচারিকা হত্যার অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে আদালতে দায়ের করা মামলায় আদালতের নির্দেশে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার সময় বাগান বাজার ইউনিয়নের শিরিন আক্তার (২৯) নামের ওই গৃহপরিচারিকার লাশ ২০ দিন পর উত্তোলন করা হয়। আদালতের নির্দেশে ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামিরুল ইসলামের উপস্থিতিতে সঙ্গীয় পুলিশ শিরিনের লাশ উত্তোলন করে। হত্যার প্রতিবাদে ফের মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৭ নবেম্বর ॥ নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি তৌকির হাসান তারা মিয়ার হত্যার বিচারের দাবিতে ফের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মঠেরঘাট এলাকার রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত তৌকির হাসান তারা মিয়ার ভাই সুরুজ মিয়া, বোন মাসুদা বেগম, বাদল মিয়া, দুলাল মিয়া, মোরশেদ ভুইয়া, সোহেব আহাম্মেদ সোহাগ, আলী আহাম্মেদ, হোসেন মিয়া, সুনিল শীল, আক্তার হোসেন, আমেনা বেগম, ফিরোজ আলম মনির, শামিম আহাম্মেদ, গোলাম মাওলা কাজল প্রমুখ। জাটকা ইলিশ রক্ষার দাবিতে মানববন্ধন সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ১৭ নবেম্বর ॥ সাগরে অবৈধ জাল উচ্ছেদ ও জাটকা ইলিশ সুরক্ষার দাবিতে অবস্থান ধর্মঘট, স্মারক লিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচী পালন করেছেন বরগুনা জেলা ট্রলার মালিক সমিতি। বৃহস্পতিবার সকালে পাথরঘাটা পৌর শহরের রাসেল স্কয়ারে এ কর্মসূচী পালন করা হয়। জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি আলম মোল্লা,আবুল ফরাজী, সাধারণ সম্পাদক মাসুম কম্পানী, ফয়েজ আম্মেদ, জহিরুল হক চিনুসহ আরও অনেকে। গুলিতে আহত একজনের মৃত্যু স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মহেশখালীতে চিংড়ি ঘেরে সন্ত্রাসীবাহিনীর গুলিতে আহতদের মধ্যে একজন নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে হোয়ানকের চিংড়ি ঘেরে সন্ত্রাসীদের গুলিতে আহত ৯ জনের মধ্যে মহিউদ্দিন (৩৬) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি হোয়ানক পুইছড়ার মঞ্জুর আহমদের পুত্র। ঘটনার দিন গুলিবিদ্ধ হয়ে প্রথমে মহেশখালী হাসপাতালে পরে কক্সবাজার সদর এবং অবস্থা আশঙ্কাজনক হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে বুধবার রাতে তিনি মৃত্যুবরণ করেন। বাল্যবিয়ের প্রস্তুতি ॥ জরিমানা স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ বাল্যবিয়ে দেয়ার অপরাধে বুধবার রাতে ভ্রাম্যমাণ আদালতে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল মাহমুদের আদালতে এ জরিমানা করা হয়। জানা গেছে, বুধবার রাতে গঙ্গারামপুর আতাইকুলা গ্রামের আলমগীর হোসেনের ছেলে জাহিদ হাসান শোভনের (১৯) সঙ্গে দাশুড়িয়ার হাজী মজিবুর রহমানের মেয়ে এসএসসি পরীক্ষার্থী মিমের (১৬) বিয়ে দেয়ার প্রস্তুতি চলতে থাকে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে মেয়ের পিতা হাজী মজিবুর রহমান, মেয়ে মিম, ছেলের পিতা আলমগীর হোসেন ও ছেলে জাহিদ হাসান শোভনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাদের বাল্যবিয়ে দেয়ার অপরাধে ২৮ হাজার টাকা জরিমানা করেন। ট্রেনে কেটে নারীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১৭ নবেম্বর ॥ জেলা সদরের মসল্লা গবেষণা কেন্দ্রের পাশে রেললাইন থেকে বৃহস্পতিবার সকালে আমেনা বেওয়া (৪২) নামের এক নারীর রেলে কাটা লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। জানা গেছে, আমেনা বেওয়া জেলা শহরের খোচাবাড়ি গ্রামের মৃত আব্দুর রহমানের স্বামী পরিত্যক্তা মেয়ে। যুবলীগ কর্মীর ওপর হামলা নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ১৭ নবেম্বর ॥ বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের দক্ষিণ পুঁইছড়ি হায়দরীপাড়ায় বৃহস্পতিবার যুবলীগ কর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন যুবলীগ কর্মী ফোরকান (৩২)। ওই এলাকার হোসেনের পুত্র বলে জানা যায়। জানা যায়, পুঁইছড়ি ইউপির ৩নং ওয়ার্ড যুবলীগ কর্মী ফোরকান মদিনাতুল উলুম মাদ্রাসার সামনে অবস্থান করছিল। পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের পাঠানো সন্ত্রাসীরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এ সময় সন্ত্রাসীরা তার হাতের রগও কেটে দেয় । সন্ত্রাসীদের হামলার শিকার ফোরকানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। বিজিবির উদ্ধার করা মাদক ধ্বংস নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৭ নবেম্বর ॥ ঠাকুরগাঁও ৩০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিভিন্ন সময়ে আটককৃত ফেনসিডিল, বিদেশী মদ ও অন্যান্য অর্ধ কোটি টাকার মাদকদ্রব্য আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বড়মাঠে এসব মাদক ধ্বংস উপলক্ষে মাদকের অপব্যবহার ও ক্ষতিকারক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল দেওয়ান লিয়াকত আলী, ৩০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক কর্নেল তুষার বিন ইউনুস, পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন, জেলা মাদক নিয়ন্ত্রণের পরিচালক সফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক ও সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান। ৪৮০ লিটার মদসহ আটক দুই নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ১৭ নবেম্বর ॥ বাঁশখালী থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৮০ লিটার মদসহ দু’জনকে আটক করেছে। বৃহস্পতিবার উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া পূর্ব চালিয়াপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় ওসমান ও শামসুল আলমকে ৪৮০ লিটার দেশীয় মদসহ আটক করে পুলিশ। আটক দুই ব্যক্তি পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার হারবাং এলাকার কলাতলী গ্রামের মৃত আবুল কাসেম ও জাকির আহম্মদের পুত্র।
×