ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে বাংলাদেশ

প্রকাশিত: ০৬:২৫, ১৮ নভেম্বর ২০১৬

শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে বাংলাদেশ

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে ॥ বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গীবাদ দমনে উদাহরণ সৃষ্টিকারী পদক্ষেপ এবং শত প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখার যাবতীয় উদ্যোগ বিভিন্ন দেশের কনসাল জেনারেলদের অবহিত করার অভিপ্রায়ে শিকাগোতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। শিকাগোতে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল মুনির চৌধুরীর ব্যবস্থাপনায় বিশ্বখ্যাত স্থপতি এফআর খানের স্মৃতিবিজড়িত শিকাগো সিটির হলিডে ইন হোটেলে শনিবার এ ‘ডিপ্লোম্যাটিক’ সমাবেশের মধ্যমণি ছিলেন ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন। সমাবেশে ইলিনয় অঙ্গরাজ্য সেক্রেটারি জে সি হোয়াইটসহ চীন, ভারত, পাকিস্তান, নেপাল, বাহামা, ইন্দোনেশিয়া, মেক্সিকো প্রভৃতি দেশের কনসাল জেনারেলরা অংশ নেন। স্ককি সিটি মেয়র জর্জ ভেন ডুসানও ছিলেন বর্ণাঢ্য এ আয়োজনে। বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল উল্লেখ করে রাষ্ট্রদূত জিয়াউদ্দিন বর্তমান সরকারের কৃষি, বাণিজ্য সম্প্রসারণ, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, বৈদেশিক রিজার্ভ বৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধিসহ ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে সরকারের নিরলস প্রচেষ্টার কথা বর্ণনা করেন। অতিথিরা তাদের বক্তব্যে বাংলাদেশের উন্নয়নে তাদের সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার অঙ্গীকার করেন। একই সঙ্গে বাংলাদেশের এগিয়ে চলার প্রশংসা করেন। এ সময় বাংলাদেশের চলমান অর্থনৈতিক উন্নয়নের ওপর ব্যতিক্রমী একটি ভিডিওচিত্র প্রদর্শন করেন জাবেদ ইকবাল ও হারুন আহমেদ। কূটনীতিকরা এটি দেখে বাংলাদেশের বর্তমান বৈপ্লবিক উন্নয়নের বিষয়ে পরিষ্কার ধারণা লাভে সক্ষম হয়েছেন বলে অনেকে মনে করছেন। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনকে সম্মানসূচক ক্রেস্ট প্রদান করেন অনারারি কনসাল জেনারেল মুনির চৌধুরী। এর আগের দিন শুক্রবার শিকাগোর আগাখান ফাউন্ডেশনের আমন্ত্রণে রাষ্ট্রদূত জিয়াউদ্দিন আগাখান ফাউন্ডেশন কমপ্লেক্স পরিদর্শন করেন। রাষ্ট্রদূতকে বাংলাদেশসহ বিভিন্ন দেশে আগাখান ফাউন্ডেশনের জনহিতকর কার্যক্রমের ওপর ভিডিও দেখানো হয়। বাংলাদেশী, ভারতীয়, পাকিস্তানী অধ্যুষিত শিকাগো সিটির ডাউন-টাউন বলে পরিচিত ডেভন এ্যাভিনিউতে বঙ্গবন্ধুর নামে রাখা সড়ক ‘শেখ মুজিব ওয়ে’ পরিদর্শন করেন রাষ্ট্রদূত জিয়াউদ্দিন। এ সময় ‘শেখ মুজিব ওয়ে’ প্রতিষ্ঠায় নেতৃত্ব প্রদানকারী কমিউনিটি লিডার মোহাম্মদ শামসুল ইসলাম রাষ্ট্রদূতের হাতে শেখ মুজিব ওয়ের সাইন তুলে দেন। বাংলাদেশী স্থপতি এফআর খানের বিশ্বখ্যাত স্থাপত্যকর্ম ‘সিয়ার্স টাওয়ার’ (যার বর্তমান নাম ওয়ালেস টাওয়ার) পরিদর্শন করেন। এছাড়াও বাহাই টেম্পল ও ঐতিহাসিক গ্র্যান্ড পার্ক পরিদর্শন করেন তিনি। সোমবার ইন্ডিয়ানা নটর ডেম কলেজে এক বিশেষ অধিবেশনে তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও উন্নয়নের ওপর বক্তব্য রাখেন। এ শুভেচ্ছা সফরে রাষ্ট্রদূতের সঙ্গী ছিলেন মিনস্টার (কনস্যুলেট) তৌফিক হুসাইন। আমেরিকার দ্বিতীয় বৃহত্তম নগর শিকাগোতে রাষ্ট্রদূতের বিশেষ এ সফরের সময় যাবতীয় সমন্বয় করেন অনারারি কনসাল জেনারেল মুনির চৌধুরী, ইলিনয় আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট ওয়াহাব আহমদ, সাধারণ সম্পাদক বর্ষণ ইসলাম, এয়ারপোর্ট ডেপুটি কমিশনার নাফিজ আহমদ, বিএজিসি প্রেসিডেন্ট মোঃ শামসুল ইসলাম, চাক পিটারশোন, জিনাত আহমেদ, সাবেক সংসদ সদস্য লাইজু চৌধুরী, নূরল আম্বিয়া চৌধুরী প্রমুখ।
×