ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারত, মিয়ানমার ও ইন্দোনেশিয়ায় ভূমিকম্প

প্রকাশিত: ০৬:২৫, ১৮ নভেম্বর ২০১৬

ভারত, মিয়ানমার ও ইন্দোনেশিয়ায় ভূমিকম্প

দিল্লীর বেশ কয়েকটি স্থানে এবং কাছের গুড়গাঁও, ফরিদাবাদ, নোইদা ও গাজিয়াবাদে শক্তিশালী ভূমিকম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার সকালে ভূমিকম্পটি আঘাত হানে। খবর বাসস’র। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) প্রতিবেদনে বলা হয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.২। ভূমিকম্পটি প্রায় ১ মিনিট স্থায়ী ছিল। স্থানীয় সময় সকাল সাড়ে ৪টায় দিল্লীর আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়। ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল হরিয়ানার রিবারি জেলার বাওয়ালে ১০ কিলোমিটার গভীরে। এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। এএফপি জানায়, মায়ানমারের উত্তরাঞ্চলীয় মিতকিনার আশপাশের এলাকায় বৃহস্পতিবার ৪.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া বিভাগ একথা জানায়। স্থানীয় সময় সকাল ১০টা ৫৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল মিতকিনা থেকে প্রায় ৫৬ কিলোমিটার এবং ও মান্দালয় থেকে ২০৫ কিলোমিটার উত্তরপূর্বে। মিতকিনা মায়ানমারের তৃতীয় বৃহত্তম নগরী। এ ঘটনায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালি ও ইস্ট জাভা প্রদেশে বুধবার মধ্যরাতের পরপরই শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় কোন সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। আবহাওয়া ও ভূবিদ্যা বিভাগের এক কর্মকর্তা বার্তা সংস্থা সিনহুয়াকে টেলিফোনে বলেন, ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.২। এর কেন্দ্রস্থল ছিল মালাং প্রদেশ থেকে ১২৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ও সমুদ্র তলদেশের ৬৯ কিলোমিটার গভীরে। জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরোউ নুগরোহো বলেন, বালির কয়েকটি শহর ও ইস্ট জাভায় ভূমিকম্পটি অনুভূত হয়। ইন্দোনেশিয়ার জাতীয় পরিসংখ্যান ব্যুরোর মতে, প্রতি মাসে বালিতে প্রায় দুই লাখ বিদেশী পর্যটক অবকাশ কাটাতে আসেন।
×