ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কলেজে ভর্তিচ্ছুকদের জন্য দঃকোরিয়া জুড়ে বিশেষ ব্যবস্থা

প্রকাশিত: ০৬:২৫, ১৮ নভেম্বর ২০১৬

কলেজে ভর্তিচ্ছুকদের জন্য দঃকোরিয়া  জুড়ে বিশেষ ব্যবস্থা

দক্ষিণ কোরিয়ায় বৃহস্পতিবার বার্ষিক কলেজ ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষায় ছয় লাখেরও বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে। এসব শিক্ষার্থীর ওপর দেশের ভবিষ্যত নির্ভর করছে। কলেজ ভর্তি পরীক্ষার জন্য ভারি ট্রাক নিষিদ্ধ ও ব্যবসাপ্রতিষ্ঠান দেরিতে খোলার ব্যবস্থা করা হয়। খবর এএফপির। পরীক্ষায় সফল হওয়ার জন্য কিশোর-কিশোরীরা বছরব্যাপী প্রস্তুতি নেয়। স্বনামধন্য কলেজে পড়ার সুযোগ পাওয়া মানে নিজের ভবিষ্যত কর্মজীবন ও বিয়েতে সমৃদ্ধি অর্জন করতে পারে। ছয় লাখ ছয় হাজার শিক্ষার্থী নির্বিঘেœ পরীক্ষাকেন্দ্রে সঠিক সময়ে উপস্থিত হওয়া নিশ্চিত করতে রাস্তা খালি করে দেয়া হয়েছে। এছাড়া সরকারী অফিস, বড় বড় শিল্পপ্রতিষ্ঠান ও সিউল শেয়ার বাজার এক ঘণ্টা পিছিয়ে দেয়া হয়। স্বাভাবিকভাবে প্রতিষ্ঠানগুলো স্থানীয় সময় সকাল দশটায় (জিএমটি ০১০০) শুরু হয়। পরিবহন কর্তৃপক্ষ সব ধরনের বিমান অবতরণ ও উড্ডয়ন সময় শোনার কার্যক্রম ৩০ মিনিটের জন্য বিকেলের শুরুতে নিষিদ্ধ করে দেয়। পরীক্ষা কেন্দ্রগুলোর কাছের নির্মাণ কাজ স্থগিত ও রাস্তায় বড় ট্রাক চলাচল নিষিদ্ধ করে দেয়া হয়। বিচলিত শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রের দিকে হেঁটে যাচ্ছে। তাদের মা-বাবারা অশ্রুসিক্ত নয়নে তাদের জন্য প্রার্থনা করছে। সিনিয়র শিক্ষার্থীরা ছোটদের উৎসাহ দিচ্ছে। হাজার হাজার মা-বামা সন্তানদের ভাল ফলাফলের জন্য মন্দির ও চার্চে গিয়ে প্রার্থনা করছেন।
×