ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন

প্রকাশিত: ০৬:২৪, ১৮ নভেম্বর ২০১৬

শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন

শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তা পরিচালক আলহাজ মোহাম্মদ ফারুকের ১ কোটি ৮৩ লাখ ৬৭ হাজার ১৬২টি শেয়ার হস্তান্তর করা হবে। এ উদ্যোক্তার উল্লিখিত পরিমাণ শেয়ার উত্তরসূরী হিসেবে তার স্ত্রী ও পুত্রকে হস্তান্তর করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ২০১৪ সালের ১ সেপ্টেম্বর আলহাজ মোহাম্মদ ফারুক ইন্তেকাল করেছেন। তাই উল্লিখিত পরিমাণ শেয়ার উচ্চ আদালতের উত্তরাধিকার সার্টিফিকেট অনুযায়ী তার স্ত্রী ও পুত্রের মধ্যে বণ্টন করা হবে। মোহাম্মদ ফারুকের স্ত্রী সানোয়ারা বানুকে ২২ লাখ ৯৫ হাজার ৮৯৫টি শেয়ার ও তিন ছেলের মধ্যে ৫৩ লাখ ৫৭ হাজার ৮৯টি করে শেয়ার হস্তান্তর করা হবে। তিন ছেলে হলেন- ড. মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ নওয়াজ ও মোহাম্মদ হাসান। তারা তিনজন কোম্পানির উদ্যোক্তা। -অর্থনৈতিক রিপোর্টার
×