ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দরপতনের শীর্ষে সাইফ পাওয়ার টেক

প্রকাশিত: ০৬:২৪, ১৮ নভেম্বর ২০১৬

দরপতনের শীর্ষে সাইফ পাওয়ার টেক

বৃহস্পতিবারের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের শীর্ষে উঠে এসেছে সাইফ পাওয়ারটেক। এ দিন কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৯.৯৭ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বুধবার সাইফ পাওয়ারটেকের শেয়ারের সমাপনী মূল্য ছিল ৬০.৬ টাকা। বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ৪৮.৫ টাকায়। এদিন কোম্পানিটির শেয়ার ৪৭.৯ টাকা থেকে ৪৯.৭ টাকায় লেনদেন হয়। দরপতনের অন্যান্য আসা অপর ইস্যুগুলোর মধ্যে- মাইডাস ফাইন্যান্সের ৭.৬ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৪.১০ শতাংশ, কনফিডেন্স সিমেন্টের ৪.১০ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩.৮৫ শতাংশ, আরডি ফুডের ৩.৭৩ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ৩.৭২ শতাংশ, আজিজ পাইপসের ৩.৫৭ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৩.৩৩ শতাংশ ও সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৩.৩১ শতাংশ দর কমেছে। -অর্থনৈতিক রিপোর্টার
×